আফগানিস্তানের বিরুদ্ধে তিন পয়েন্টের লক্ষ‍্যে নামছে ইগর স্টিমাচের দল

মঙ্গলবার বিশ্বকাপ এবং এশিয়া কাপ যোগ‍্যতা অর্জন পর্বের শেষ ম‍্যাচ খেলতে নামছে ভারত( india) । প্রতিপক্ষ আফগানিস্তান( Afghanistan)। এই ম‍্যাচে ড্র করলেই ২০২৩ এশিয়া কাপের যোগ‍্যতা অর্জনের টিকিট পাকা করে ফেলবে সুনীল ছেত্রীর দল।

শেষ ম‍্যাচে বাংলাদেশের বিরুদ্ধে জয় আত্মবিশ্বাস জুগিয়েছে ইগর স্টিমাচের দলকে। আফগানিস্তান ম‍্যাচে ভারত এক পয়েন্টের জন‍্য নয় বরং তিন পয়েন্টের জন‍্য ঝাপাবে। সাংবাদিক সম্মেলনে এসে এমনটাই বললেন ভারতী কোচ। স্টিমাচ বলেন,” আমি বলে রাখতে চাই যে আমি এমন কোন কোচকে জানি না যিনি ড্র এর জন‍্য মাঠে নামেন। আমরা ড্র এর জন‍্য নামব না। আমরা জিততে নামব। আমরা সেই লক্ষ‍্যে এগিয়ে চলেছি। আমাদের শুরু থেকেই এটি চালিয়ে যেতে হবে। শুরু থেকেই গোলের জন‍্য ঝাপাব। আমার দল নিয়ে আমি আশাবাদী।”

একি কথা বললেন ভারত গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধু। তিনি বলেন,” আফগানিস্তান ভাল দল। তবে আমরাও তৈরি। একটা চ‍্যালেঞ্জ। আমরা আমাদের পরিকল্পনায় যাতে সফল হই সেটা মনে রাখতে হবে।”

আরও পড়ুন:সুইডেনের সঙ্গে গোল শূন্য ড্র করল স্পেন