Monday, August 25, 2025

আই-প্যাকের সঙ্গে চুক্তি বাড়াল তৃণমূল! সূত্রের খবরে জল্পনা পিকের ভূমিকা নিয়ে

Date:

2026 পর্যন্ত তৃণমূলের সঙ্গে চুক্তি হল আইপ্যাকের- তৃণমূল সূত্রে এমনটাই খবর। তাহলে কি 2024-এর লোকসভা নির্বাচনে ভোট কুশলীর কাজ করবেন প্রশান্ত কিশোর (Prashant Kishor)? এখন এই চর্চাই চলছে রাজনৈতিক মহলে।

2021 এর ভোটে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল প্রশান্ত কিশোরের। ভোটের আগে তিনি বলেছিলেন, তাঁর প্রেডিকশন না মিললে, কাজ ছেড়ে দেবেন। নির্বাচনের ফল বেরোনোর পর দেখা যায়, পিকে যা যা বলেছিলেন তা সব মিলে গিয়েছে। তারপরেও তিনি বলেন, আর ভোট কুশলীর কাজ করতে চান না। এবার অন্য কোনও কাজ করবেন। এরপরেই রাজনীতিতে পিকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন বলে জল্পনা শুরু হয়।

তবে এই পরিস্থিতিতে আইপ্যাকের সঙ্গে তৃণমূল (Tmc) 2026 পর্যন্ত চুক্তি করল বলে সূত্রের খবর। প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি 2024-এর লোকসভা নির্বাচনেও একই ভূমিকায় দেখা যাবে প্রশান্ত কিশোরকে? আগামী লোকসভা নির্বাচন তৃণমূলের কাছে বড় ফ্যাক্টর। ইতিমধ্যেই সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপি-বিরোধী জোটের মুখ হিসেবে প্রথম নাম উঠে আসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay)। তিনিও বিভিন্ন সময় বলছেন, কেন্দ্র থেকে মোদি সরকারকে হঠানোই এখন লক্ষ্য। এই পরিস্থিতিতে লোকসভা নির্বাচনে জোড়াফুলের সঙ্গেই থাকছে আইপ্যাক। তবে ভোট কুশলীর কাজ করবেন না- পিকের এই ঘোষণার পরে 2024-এ তাঁর কী ভূমিকা থাকবে সেটা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।

এদিকে আইপ্যাকের (Ipac) সঙ্গে তৃণমূলের চুক্তির খবরে গেরুয়া শিবিরে উচাটন তৈরি হয়েছে। বিজেপির (Bjp) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, এজেন্সি দিয়ে ভোটে জিতেছে তৃণমূল। এতে গণতন্ত্র থাকে না। যদিও তাঁর এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে ঘাসফুল শিবির। তারা স্পষ্ট জানিয়েছে, শুধু 2024-র লোকসভা নির্বাচনই নয়, তার আগেও গুজরাটে বিজেপি সরকারের ভোট কুশলী হিসেবে কাজ করেছেন প্রশান্ত কিশোর। এখন এজেন্সির ধুয়ো তুলে জনগণের রায়কে নস্যাৎ করা হাস্যকর।

 

Related articles

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...
Exit mobile version