সম্প্রতি মুক্তি পেয়েছে নীনা গুপ্তার (Neena Gupta) আত্মজীবনী ‘সচ কহু তো’। সোমবার বইটির প্রকাশ অনুষ্ঠানে ভার্চুয়ালি হাজির ছিলেন করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)। পেঙ্গুইন ইন্ডিয়ার বই প্রকাশ অনুষ্ঠানে এসে করিনার কাছে অনেক গোপন কথাই ফাঁস করেছেন নীনা। যা নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায় । প্রশ্ন উঠেছে, নীনা যা বলছেন তা যদি সত্যি হয় তবে ভিভ ছাড়া কার দিকে ইঙ্গিত করছেন তিনি?
ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ভিভ রিচার্ডস-এর সঙ্গে প্রেম, ‘ওয়ান নাইট স্ট্যান্ড’, মাসাবার জন্মের কথা সবাই জানেন । বর্তমানে বিবেক মেহরার সঙ্গে দাম্পত্য জীবন কাটাচ্ছেন নীনা। অবশ্য কর্মসূত্রে দুজনে আলাদা শহরে থাকেন। কিন্তু বই প্রকাশ অনুষ্ঠানে এসে আরও এক প্রেমের কথা প্রকাশ্যে এনেছেন তিনি । নীনা (Neena Gupta) জানিয়েছেন, জীবনে বহু বছর, তিনি প্রেমিক, স্বামী ছাড়া একাকীত্বে কাটিয়েছেন। এমনকি বিবেক মেহরার আগেও তিনি এক ব্যক্তির সঙ্গে থাকতেন। তাঁকে বিয়ের সিদ্ধান্তও নিয়েছিলেন। কিন্তু শেষ মুহূর্তে ওই ব্যক্তি বিয়ে করতে রাজি হননি।এর কারণ আজও তাঁর অজানা বলে জানিয়েছেন নীনা ।
তিনি জানিয়েছেন , আমি ওদের বাড়িতেই থাকতাম, ওঁর বাবা-মাকেও শ্রদ্ধা করতাম, কিন্তু হল না। আমি কীই বা করতে পারি? বর্তমানে ওই ব্যক্তি অবশ্য সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন। আমি জানি ও এই বইটা পড়বে। তবে হ্যাঁ, ওকে বিয়ে করতে পারলে ভালো লাগত।
নীনা গুপ্তার এই অকপট স্বীকারো ক্তিতে নড়েচড়ে বসেছে গোটা বলিউড । সবাই বোঝার চেষ্টা করছেন, নীনার ইঙ্গিত কার দিকে ।