Monday, August 25, 2025

বিয়ের পর প্রথম জামাইষষ্ঠী কেমন কাটালেন তারকা জামাইরা? রইল কিছু ঝলক

Date:

বাঙালির বারো মাসের তেরো পার্বন। তার মধ্যে জামাইষষ্ঠী অন্যতম। আজকের দিনটা জামাইদের জন্য একটু স্পেশ্যাল। তার ওপর আরও ‘স্পেশ্যাল’ হয় জামাইরা যদি হয় তারকা।

বিয়ের পর এটাই প্রথম জামাইষষ্ঠী গৌরব চট্টোপাধ্যায়-দেবলীনা কুমার, নীল ভট্টাচার্য-তৃণা সাহা,ওম-মিমি, নীলাঞ্জন-ইমন, সৌরভ-ত্বরিতার। এছাড়াও রয়েছেন গৌরব চক্রবর্তী-রিদ্ধিমা ঘোষ।

গত বছর ডিসেম্বরে সাত পাঁকে বাধা পড়েছিলেন গৌরব-দেবলীনা। মেয়ে-জামাইয়ের জন্য আজকের দিনে আয়োজনে কোনও খামতি রাখেননি দেবাশিস কুমার ও তাঁর স্ত্রী দেবযানী কুমার। দেবযানী কুমার ডিজাইনার অভিষেক রায়ের কাছ থেকে ধুতি-পাঞ্জাবি ও কুর্তা-পাজামা কিনেছেন যা উপহার হিসাবে দেবেন জামাইকে। মেনুতে ছিল মোগলাই, চাইনিজ, বাঙালি তিন ধরণের খাবার। জামাইষষ্ঠী উপলক্ষে এদিন গৌরবের পরনে ছিল কালো রঙের তসরের ডিজাইনার পাঞ্জাবি। দেবলীনা কুমারের পরনে ছিল লাল ট্রাডিশনাল শাড়ি ও গলায় সোনার গয়না।

গৌরব-দেবলীনা সঙ্গে দেবযানী কুমার

দীর্ঘ ১১ বছর সম্পর্কে থাকার পর গত ফেব্রুয়ারিতে বিয়ের পিড়িতে বসেন ‘তৃনীল’ জুটি।

নীল-তৃনা

জামাইষষ্ঠী স্পেশ্যালে নীলকে দেখা গিয়েছে জামাই বেশে।

নীল-তৃনা

ফেব্রুয়ারিতেই চারহাত এক হয়েছিল ওম সাহানি-মিমির। তাঁদের বিয়েতে হয়নি কন্যা সম্প্রদান। আজ বিয়ের পর প্রথম জামাইষষ্ঠী ওমের।

এদিন ওমের জন্য মেনুতে ছিল-শাশুড়ি মায়ের হাতে রান্না করা মাটন, ইলিশ, পাবদা সহ আরও অনেক কিছু। ওম শাশুড়ি মাকে উপহার হিসেবে দিয়েছেন শাড়ি।

চলতি বছরেই বিয়ে সেরেছেন ইমন-নীলাঞ্জন। ইমনের জেঠিমা-কাকিমা জমিয়ে রাঁধেছেন নীলাঞ্জনের জন্য।

ইমন-নীলাঞ্জন

ইমন জানিয়েছেন মাংস পছন্দ নয় দুজনেরই তাই মাছের হরেক রকম পদ ছিল দুপুরের মেনুতে।

পরিবারের সঙ্গে ইমন-নীলাঞ্জন

সৌরভ-ত্বরিতার জামাইষষ্ঠী। মেনুতে ছিল ডাল, দু’রকম ভাজা, ফিশ ফ্রাই, চিংড়ি মাছের মালাইকারি, মাটন, আম, দই, মিষ্টি, স্যালাড।

সৌরভ-ত্বরিতা

গত মে মাসেই করোনায় মা-কে হারিয়েছেন অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ। এবার তাই মাকে ছাড়াই জামাইষষ্ঠী কাটল তাঁর। সমস্ত রীতিনীতি পালন করলেন অভিনেত্রীর বাবা। গৌরবকে জামাইষষ্ঠী খাওয়াতে কোনও ত্রুটি রাখেননি ঋদ্ধিমার বাবা। মেনুটা ছিল বেশ লম্বা, বাঙালিয়ানায় ভরপুর। ভাত, ডাল, মাছ, পোলাও,মাংস, চাটনি, দই, মিষ্টি, লুচি, সবকিছুই ছিল।

গৌরব-রিদ্ধিমা

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version