Tuesday, August 26, 2025

প্রতারণার অভিযোগে গ্রেফতার শুভেন্দু ঘনিষ্ঠ রাখালের মামলার তদন্তে এবার লালবাজারের গোয়েন্দারা

Date:

ফের অস্বস্তিতে রাজ্যের বিরোধী দলনেতা (Leader of Opposition) শুভেন্দু অধিকারী (Subhendu Adhikary)।তাঁর ঘনিষ্ঠ এক ব্যক্তির বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে প্রচুর টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছিল। এবং সেই অভিযোগের ভিত্তিতে মানিকতলা থানার পুলিশ বিজেপি (BJP) নেতা শুভেন্দু ঘনিষ্ঠ ওই ব্যক্তিকে কিছুদিন আগে গ্রেফতার করেছিল। আরও উচ্চ পর্যায়ের তদন্তের জন্য এবার সেই মামলার দায়িত্ব নিল লালবাজারের (Lalbazar) গোয়েন্দা বিভাগ।

প্রসঙ্গত, রাজ্য সেচ দফতরে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রচুর টাকা নিয়েছেন শুভেন্দু অধিকারী ঘনিষ্ট রাখাল বেরা। টাকা দেওয়ার পরও চাকরি পাননি অনেকে এমন অভিযোগ ওঠে শুভেন্দু ঘনিষ্ট রাখালের বিরুদ্ধে৷ এই প্রতারণা অভিযোগে রাখালকে গ্রেফতার করেছিল মানিকতলা থানার পুলিশ। রাখাল বেরা যখন এই প্রতারণা করেছিলেন বলে অভিযোগ, তখন শুভেন্দু অধিকারী পূর্বতন রাজ্য সরকারের সেচ দফতরের মন্ত্রী।

অভিযোগ পাওয়ার পর তদন্তে নেমে প্রমাণ হিসেবে হোয়াটসঅ্যাপের মেসেজে কথোপকথন ও অন্যান্য তথ্য হাতে আসে তদন্তকারীদের। রাখাল বেরার নামে প্রতারণা, ষড়যন্ত্র-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃত রাখাল বেরাকে শিয়ালদহ আদালতে তোলা হলে, তাকে ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক।

তদন্তকারীরা চাইছেন শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ এই ব্যক্তিকে
জিজ্ঞাসাবাদ করে ঘটনার আরও গভীরে পৌঁছাতে। এই প্রতারণার সঙ্গে আরও কারা জড়িত তা জানতে চাইছে পুলিশ। ঘাড় টানলে মাথা আসে। তাই এর পিছনে কোনও বড় রাজনৈতিক মাথা আসে কিনা, সেটাও খতিয়ে দেখছে পুলিশ।

 

Related articles

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...
Exit mobile version