Monday, August 25, 2025

টিকাকরণের নিরিখে দেশের মধ্যে শীর্ষে বাংলা, সবচেয়ে পিছনে গুজরাট

Date:

রাজ্যের মানুষকে টিকা দিতে কোমর বেঁধে ময়দানে নেমেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার। করোনা মোকাবিলায় সমস্ত রকম ভাবে শুরু হয়েছে প্রস্তুতি। এবার তারই সুফল পেল বাংলা। গণটিকাকরণে(vaccination) পশ্চিমবঙ্গকে(West Bengal) দেশের মধ্যে শীর্ষে স্থান দিল কেন্দ্র। ন্যাশনাল হেলথ মিশন(NHM)-এর তরফের সম্প্রতি এই তথ্য প্রকাশ্যে আনা হয়েছে।

জানা গেছে গত ১৭ জানুয়ারি থেকে গোটা দেশে করোনা টিকাকরণ শুরু হওয়ার পর রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল গুলোতে টিকাদানের হার যাচাই করতে সমীক্ষা শুরু করে এন এইচ এম। এরপর সম্প্রতি তাদের তরফের যে রিপোর্ট পেশ করা হয়েছে সেখানে জানা গিয়েছে দেশের মধ্যে গণটিকাকরণে শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ। শুধু তাই নয়, পার্শ্বপ্রতিক্রিয়ায় নজরদারির ক্ষেত্রেও বড় রাজ্যগুলির মধ্যে শীর্ষে বাংলা। সম্প্রতি রাজ্য স্বাস্থ্য দপ্তরে চিঠি দিয়ে এই মিশনের অধিকর্তা তথা স্বাস্থ্যমন্ত্রকের অতিরিক্ত সচিব বন্দনা গুরনানি শুভেচ্ছা জানিয়েছেন। এনএইচএম-এর তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গে টিকার হার ৮৯%। এর পরেই রয়েছে চণ্ডীগড়। তৃতীয় স্থানে তামিলনাড়ু। এই দু’টি রাজ্যের মধ্যে পার্থক্য খুব কম। গত অর্থবর্ষের তুলনায় এবার বাংলায় করোনা ভ্যাকসিন নেওয়ার চাহিদাও যে অনেকটা বেড়েছে, তারও উল্লেখ করা হয়েছে।

এর পাশাপাশি ওই সংস্থার রিপোর্টে আরও জানানো হয়েছে, গণ টিকাকরণের নিরিখে তালিকায় একদম পেছনে রয়েছে গুজরাট। কর্নাটক, বিহার ও মহারাষ্ট্রের পারফরম্যান্সও সন্তোষজনক। অন্যদিকে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ রাজস্থান এবং গুজরাটের মতো রাজ্যে টিকাকরণে ধারাবাহিকতার অভাব পরিলক্ষিত হয়েছে। এনএইচএমের স্কেল অনুযায়ী গুজরাট এবং রাজস্থানের অবস্থান ‘পুওর’।

Related articles

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...
Exit mobile version