Sunday, November 9, 2025

টিকাকরণের নিরিখে দেশের মধ্যে শীর্ষে বাংলা, সবচেয়ে পিছনে গুজরাট

Date:

রাজ্যের মানুষকে টিকা দিতে কোমর বেঁধে ময়দানে নেমেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার। করোনা মোকাবিলায় সমস্ত রকম ভাবে শুরু হয়েছে প্রস্তুতি। এবার তারই সুফল পেল বাংলা। গণটিকাকরণে(vaccination) পশ্চিমবঙ্গকে(West Bengal) দেশের মধ্যে শীর্ষে স্থান দিল কেন্দ্র। ন্যাশনাল হেলথ মিশন(NHM)-এর তরফের সম্প্রতি এই তথ্য প্রকাশ্যে আনা হয়েছে।

জানা গেছে গত ১৭ জানুয়ারি থেকে গোটা দেশে করোনা টিকাকরণ শুরু হওয়ার পর রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল গুলোতে টিকাদানের হার যাচাই করতে সমীক্ষা শুরু করে এন এইচ এম। এরপর সম্প্রতি তাদের তরফের যে রিপোর্ট পেশ করা হয়েছে সেখানে জানা গিয়েছে দেশের মধ্যে গণটিকাকরণে শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ। শুধু তাই নয়, পার্শ্বপ্রতিক্রিয়ায় নজরদারির ক্ষেত্রেও বড় রাজ্যগুলির মধ্যে শীর্ষে বাংলা। সম্প্রতি রাজ্য স্বাস্থ্য দপ্তরে চিঠি দিয়ে এই মিশনের অধিকর্তা তথা স্বাস্থ্যমন্ত্রকের অতিরিক্ত সচিব বন্দনা গুরনানি শুভেচ্ছা জানিয়েছেন। এনএইচএম-এর তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গে টিকার হার ৮৯%। এর পরেই রয়েছে চণ্ডীগড়। তৃতীয় স্থানে তামিলনাড়ু। এই দু’টি রাজ্যের মধ্যে পার্থক্য খুব কম। গত অর্থবর্ষের তুলনায় এবার বাংলায় করোনা ভ্যাকসিন নেওয়ার চাহিদাও যে অনেকটা বেড়েছে, তারও উল্লেখ করা হয়েছে।

এর পাশাপাশি ওই সংস্থার রিপোর্টে আরও জানানো হয়েছে, গণ টিকাকরণের নিরিখে তালিকায় একদম পেছনে রয়েছে গুজরাট। কর্নাটক, বিহার ও মহারাষ্ট্রের পারফরম্যান্সও সন্তোষজনক। অন্যদিকে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ রাজস্থান এবং গুজরাটের মতো রাজ্যে টিকাকরণে ধারাবাহিকতার অভাব পরিলক্ষিত হয়েছে। এনএইচএমের স্কেল অনুযায়ী গুজরাট এবং রাজস্থানের অবস্থান ‘পুওর’।

Related articles

ফাইনাল ম্যাচে শাহরুখের মন্ত্রেই ছাত্রীদের তাতিয়ে ছিলেন? অকপট স্মৃতিদের কোচ

ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জেতার পরই চক দে ইন্ডিয়ার কবীর খান হয়ে উঠেছেন অমল মুজুমদার(Amol Muzumdar)। কী বলে...

এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে তৃণমূল: রাজ্যজুড়ে শোকাহত পরিবারগুলির ঘরে দলের জনপ্রতিনিধিরা 

এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে। কোথাও আত্মহত্যা, কোথাও আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু— ভয় ছড়িয়ে পড়েছে গ্রাম...

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...

১১ বলেই অর্ধশতরান! রঞ্জি ট্রফিতে বিশ্বরেকর্ড মেঘালয়ের ব্যাটারের

রঞ্জি ট্রফির( Ranji Trophy) ইতিহাসে বিশ্ব রেকর্ডে(World Record) তৈরি করলেন মেঘালয়ের ব্যাটসম্যান আশিষ কুমার চৌধুরী(Asis Kumar Chowdhury)। মোট...
Exit mobile version