Saturday, August 23, 2025

বিশেষ প্রতিনিধি, গুয়াহাটি:

অসমে বিদ্যুৎ চুরি (power theft) এমন পর্যায়ে পৌঁছেছেন যে তা বন্ধ করতে নাজেহাল অবস্থা প্রশাসনের । রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বাস শৰ্মা (hemant biswas sharma) জানিয়েছেন, এর জেরে বিপুল অঙ্কের আর্থিক ক্ষতির (loss of revenue) সম্মুখীন হচ্ছে অসম সরকার (assam government)। বিদ্যুৎস্পৃষ্ট চুরির পরিমাণ জানলে যে কারও চক্ষু চড়ক গাছ হয়ে যাবে।
জানা গিয়েছে, অসমে বিদ্যুৎ চুরি ও বিল না দেওয়ার জন্য বিদ্যুৎ দফতরে ৩০০ কোটি টাকার ক্ষতি হচ্ছে প্রত্যেক মাসে। এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। বলেছেন দ্রুত বকেয়া বিলের টাকা সংগ্রহ করতে হবে। বন্ধ করতে হবে বিদ্যুৎ চুরি।
অসমে তিনটি বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা রয়েছে। একটি অসম পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি। অপর দুটি অসম পাওয়ার জেনারেশন কর্পোরেশন লিমিটেড ও অসম ইলেক্ট্রিসিটি গ্রিড কর্পোরেশন। এই তিন সংস্থার সঙ্গেই বৈঠক করেন মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বাস শৰ্মা। তিনি ইলেকট্রিক চুরি ও বিল না দেওয়ার জেরে রাজ্যের বিদ্যুৎ দফতর যে বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে তার তথ্য তুলে ধরেন। সংস্থাগুলিকে বলেন তারা যেন এই আর্থিক ক্ষতির কারণ আরও খতিয়ে দেখেন।
কীভাবে ক্ষতি কমানো যায় তা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি মানুষের কাছে কীভাবে আরও ভালোভাবে বিদ্যুৎ পরিষেবা দেওয়া যায় তা নিয়েও আলোচনা করেন তিনি।

মুখ্যমন্ত্রীর নিদান দেন, বিদ্যুৎ বিল এবং বিলের টাকা জমা নেওয়ার জন্য গুজরাতকে অনুসরণ করা যেতে পারে । সে রাজ্যে যে পদ্ধতিতে বিদ্যুতের টাকা নেওয়া হয় সেই পথকে অনুসরণ করার নির্দেশ দেন অসমের মুখ্যমন্ত্রী।
তিনি বলেন, বকেয়া বিদ্যুৎ বিলের টাকা জমা নেওয়ার জন্য গুজরাত যে পদ্ধতি নিয়েছে সেটা অনুসরণ করুক বিদ্যুৎ কোম্পানিগুলি ।

Related articles

চলন্ত বাইকে চূড়ান্ত রোমান্স যুগলের! দিতে হল চড়া মাশুল

চলন্ত বাইকে (Bike) যুবক ও যুবতীর রোমান্স যা হার মানাবে বড় বড় বলিউড সিনেমাকে। একে অপরকে জড়িয়ে বাইকের...

রাজ্যে ভোটার তালিকা সংশোধনী, বুথ পুনর্বিন্যাসে বৈঠকে ডাক সব রাজনৈতিক দলকে

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী ঘিরে প্রস্তুতিতে নেমেছে রাজ্য নির্বাচন কমিশন। ইতিমধ্যেই বুথের পুনর্বিন্যাস করা হয়েছে। এবার সেই...

আইন কলেজ গণধর্ষণে ৫৮ দিনে চার্জশিট পেশ: নাম মনোজিৎ-সহ চারজনের

কসবা আইন কলেজে ছাত্রীর গণধর্ষণের ঘটনার ৫৮ দিনের মাথায় চার্জশিট পেশ করল কলকাতা পুলিশ। শনিবার আলিপুর আদালতে প্রায়...

ভালো শুরু করেও প্রথমার্ধে পিছিয়ে পড়ল ডায়মন্ডহারবার এফসি

সেই আলাদিন আজারের(Aladdin Ajaraie) ম্যাজিকেই পিছিয়ে পড়ল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ফাইনালে বাংলার দল হিসাবে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে নেমেছিল ডায়মন্ডহারবার...
Exit mobile version