Saturday, August 23, 2025

কোভিড বিধি ভাঙলে করোনার তৃতীয় ঢেউ আসবেই, সতর্ক করল দিল্লি হাইকোর্ট

Date:

চূড়ান্তভাবে কোভিড বিধি (covid protocol) লঙ্ঘিত হচ্ছে। আর এইভাবে কোভিড বিধি ভঙ্গ হলে করোনার তৃতীয় ঢেউ আসা কেউ রুখতে পারবে না। শুক্রবার দিল্লি হাইকোর্টের (Delhi High court) তরফে এমনই আশঙ্কা প্রকাশ করা হয়েছে । এদিন দিল্লি হাইকোর্টের তরফে সতর্ক করে বলা হয়, “কোভিড নিয়মবিধি ভঙ্গ হলে সংক্রমণের তৃতীয় ঢেউই ,(third wave of coronavirus) এগিয়ে আসবে।”

 

করোনার দ্বিতীয় ঢেউয়ের (second wave of Corona) ধাক্কায় পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছিল দিল্লি (Delhi)। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রনের বাইরে বেড়িয়ে যায় যে গত ১৯ এপ্রিল থেকে লকডাউন (lockdown announced at Delhi) ঘোষণা করতে বাধ্য হন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল(Chief minister of Delhi Arvind Kejriwal)। প্রায়

দেড় মাসেরও বেশি সময় লকডাউন চলার পর সম্প্রতি দিল্লিতে আনলক প্রক্রিয়া(unlock process) চালু হয়েছে। সংক্রমণের হার ৫ শতাংশের নিচে নেমে যাওয়ায় আনলক প্রক্রিয়া ঘোষণার সিদ্ধান্ত বলে জানিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। কিন্তু দিল্লির মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত ভবিষ্যতে বড় বিপদ ডেকে আনতে পারে বলে শুক্রবার সতর্ক করল হাইকোর্ট ।

 

আদালতের পর্যবেক্ষণ লকডাউন উঠতেই বাজারহাট, শপিং মল, দোকানে ভিড় উপচে পড়ছে। মানা হচ্ছে না সামাজিক দূরত্ব বিধি। আর এই দৃশ্যই আশঙ্কিত করছে মহামান্য আদালতকে । কয়েক মাসের বিপর্যয় কাটিয়েও সাধারণ মানুষের এই অসচেতনতা বড় বিপদ ডেকে আনবে বলে আগেই সতর্ক করেছিলেন চিকিৎসকরা। এ বার একই কথা বলল দিল্লি হাইকোর্টও। একইসঙ্গে কেন্দ্র ও দিল্লি সরকারের কাছেও বর্তমান করোনা পরিস্থিতি জানতে চেয়ে নোটিস পাঠানো হয়েছে। করোনাবিধি ভঙ্গকারী দোকানদার ও সাধারণ মানুষদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version