Sunday, November 9, 2025

করোনা পরিস্থিতির (Corona pandemic) জন্য রাজ্যের মাধ্যমিক (madhyamik exam)এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা (HS exam) বাতিল হয়ে যাওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief minister Mamata Banerjee) আগেই ঘোষণা করেছিলেন। কিন্তু মূল্যায়নের ভিত্তিতে কী ভাবে ফল প্রকাশ করা হবে তা ঠিক করার জন্য রাজ্য সরকার ছয় সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি (6 commity special panel) গঠন করেছিল। শুক্রবার সাংবাদিক সম্মেলনে সেই কমিটির পেশ করা মূল্যায়নের পদ্ধতি প্রকাশিত হল।

উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের নম্বরের মূল্যায়ন হবে কীভাবে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ শুক্রবার জানালো বিশেষজ্ঞ কমিটির সেই ফর্মুলার কথা। এই ফর্মুলা অনুযায়ী সংশ্লিষ্ট পরীক্ষার্থী মাধ্যমিকের নম্বর এবং একাদশ শ্রেণির নম্বর মিলিয়ে মূল্যায়ন হবে। অর্থাৎ ২০১৯-এর মাধ্যমিক পরীক্ষায় সংশ্লিষ্ট পড়ুয়া যে চার বিষয়ে সবচেয়ে বেশি নম্বর পেয়েছে তার প্রাপ্ত সর্বোচ্চ নম্বরের থেকে ৪০ শতাংশ নেওয়া হবে। অন্যদিকে ২০২০-র একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষায় (থিওরি) সংশ্লিষ্ট পড়ুয়ার প্রাপ্ত নম্বরের ৬০ শতাংশ নম্বর নেওয়া হবে। তারপর ওই ৪০ শতাংশ আর এই ৬০ শতাংশ নম্বর যোগ করে মোট একশোর মধ্যে নম্বর বিচার করা হবে। এই ফর্মুলায় উচ্চমাধ্যমিকের মূল্যায়ন হবে। তবে জানিয়ে দেওয়া হয়েছে যদি কোনো পরীক্ষার্থী মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক দু’ক্ষেত্রেই মূল্যায়নে সন্তুষ্ট না হল হল তাহলে তিনি অবশ্যই পরীক্ষায় বসতে পারবেন। কিন্তু এই করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে তবেই লিখিত পরীক্ষা নেওয়া হবে। সে ক্ষেত্রে পরবর্তী লিখিত পরীক্ষায় তার প্রাপ্ত নম্বরই চূড়ান্ত বলে গণ্য হবে। মূল্যায়নের নম্বর সে ক্ষেত্রে কার্যকর হবে না।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version