Sunday, August 24, 2025

এবার করোনার ডেল্টা প্রজাতির খোঁজ মিলল সিংহের দেহেও। চেন্নাইয়ের চিড়িয়াখানায় ৯টি করোনা আক্রান্ত সিংহের মধ্যে ৪টির দেহে করোনাভাইরাসের এই নতুন স্ট্রেনের খোঁজ মিলেছে। আরিগনগর অন্না জুলজিকাল পার্কের ডেপুটি ডিরেক্টর জানিয়েছেন,  করোনার দ্বিতীয় ঢেউয়ে এই স্ট্রেনে দ্রুত ছড়াচ্ছে সংক্রমণ।

ভোপালের ‘ন্যাশনাল ইনস্টিটিউট অফ হাই সিকিউরিটি ডিজিড'(NIHID)-তে ১১টি সিংহের দেহে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার জন্য পাঠিয়েছিল চিড়িয়াখানা কর্তৃপক্ষ। ৩ জুন তাঁর মধ্যে ৯টি সিংহের দেহে করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। এর মধ্যে একটি সিংহী এবং একটি সিংহ চলতি মাসের গোড়ায় মারা যায়। এনআইএইচএসএডি-র রিপোর্ট জানাচ্ছে, ৯টি সিংহের মধ্যে ৪টির দেহে করোনাভাইরাসের বি.১.৬১৭.২ প্রজাতির অস্তিত্ব মিলেছে। এই প্রজাতির নাম ‘ডেল্টা’ ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। এক বিবৃতিতে জুলজিকাল পার্কের ডেপুটি ডিরেক্টর ৪টি সিংহের শরীরে ‘ডেল্টা’ প্রজাতির অস্তিত্ব মিলেছে বলে জানিয়েছেন।

প্রসঙ্গত, মে মাসের গোড়ায় প্রথম তেলঙ্গানার হায়দরাবাদের নেহরু চিড়িয়াখানার ৮ সিংহের মধ্যে কোভিড সংক্রমণ মিলেছিল। হাঁচি, খাবারে অনীহা ইত্যাদি লক্ষণ দেখেই নাক এবং গলা থেকে নমুনা নিয়ে আরটি-পিসিআর পরীক্ষা করানো হয়েছিল। তাতেই করোনার রিপোর্ট পজিটিভ এসেছিল। এর আগেও দেশের একাধিক চিড়িয়াখানায় পশুদের দেহে করোনাভাইরাসের খোঁজ মিলেছিল। ভারতে সিংহদের শরীরে থাবা বসানোর আগে বিদেশের একাধিক চিড়িয়াখানায় করোনা থাবা বসিয়েছিল। বিশেষজ্ঞরা অবশ্য জানিয়েছেন, পশুদের দেহে করোনা ছড়ায় মানুষের কাছ থেকেই। চিকিৎসকদের একাংশের দাবি, দেশে দ্বিতীয় ঢেউ প্রভাবিত করেছিল করোনার ডেল্টা স্ট্রেন। সেই স্ট্রেন সিংহদের দেহে থাবা বসানোয় চিন্তা বাড়ছে বলেই মত বিশেষজ্ঞদের।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version