বকখালির সমুদ্রে ট্রলার ডুবি, একাধিক মৎস্যজীবীর নিখোঁজ হওয়ার আশঙ্কা

প্রতিকূল আবহাওয়া। উপকূলবর্তী এলাকায় সতর্ক জারি করেছিল আবহাওয়া দফতর। সতর্ক করা হয়েছিল মৎস্যজীবীদের। কিন্তু তার মধ্যেই ঘটে গেল দুর্ঘটনা। ফের বকখালিতে ট্রলার ডুবি। জম্মুদ্বীপের কাছে সমুদ্রে উল্টে গেল মৎস্যজীবীদের একটি ট্রলার। বেশ কয়েকজন মৎস্যজীবী নিখোঁজ। তাঁদের খোঁজ শুরু হয়েছে। নামানো হয়েছে ডুবুরি। অভিশপ্ত ট্রলারটিতে ১৪ জন মৎস্যজীবী ছিলেন বলে জানা যাচ্ছে। বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে।

জানা গিয়েছে, বৃহস্পতিবার, পরশু দিন নামখানা ফেরিঘাট থেকে ট্রলারটি ছাড়া হয়। নিন্মচাপের কারণে হঠাৎ করে করে আবহাওয়া পরিবর্তন হলে বিপত্তি ঘটে। মাঝ সমুদ্রে ট্রলারটি ঘোরাতে গেলে জলের স্রোতে উল্টে যায়। অন্য ট্রলারের মৎস্যজীবীরা ওই ট্রলারটির কাছাকাছি যাওয়ার চেষ্টা করলেও, তা সম্ভব হয়নি। পুরোপুরি ডুবে যায় ট্রলারটি। জানা যাচ্ছে, বেশ কয়েকজনকে উদ্ধার করেছে অন্য ট্রলারের মৎস্যজীবীরা।

Previous articleতৃণমূল বলছে রাবণ, বিজেপির কথায় মধুলোভী: সুনীলে তীব্র আপত্তি দুই দলেই
Next articleশনিবার হাইকোর্ট চালু, প্রতিবাদে আইনজীবীরা