Saturday, August 23, 2025

অক্সিজেন পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল তাঁর, মোদির এই সৈনিকেরও প্রাণ কাড়ল করোনা

Date:

করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় সারা দেশেই দেখা দিয়েছিল অক্সিজেনের তীব্র সঙ্কট। সেই সময় রাজ্যে রাজ্যে করোনা (corona) আক্রান্তদের প্রয়োজন মেটাতে কেন্দ্রের তরফে যুদ্ধকালীন তৎপরতায় অক্সিজেন পৌঁছে দেওয়ার কাজে যে ব্যক্তির উপর গুরুদায়িত্ব দিয়েছিল মোদি সরকার, তিনিই এবার করোনায় প্রাণ হারালেন। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে অক্সিজেন পৌঁছে দেওয়ায় অগ্রণী ভূমিকায় থাকা ডিপার্টমেন্ট অব ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ট্রেডের সচিব ডঃ গুরুপ্রসাদ মহাপাত্র (guruprasad mahapatra)। করোনা পরবর্তী জটিলতায় অসময়ে প্রয়াত হলেন তিনি।

জানা গিয়েছে, করোনা পরবর্তী শারীরিক সমস্যা নিয়ে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি হয়েছিলেন গুরুপ্রসাদ। সেখানেই চিকিৎসা চলাকালীন শনিবার মারা গেলেন তিনি। গুরুপ্রসাদ মহাপাত্রের অবসর নেওয়ার কথা ছিল আগামী ২০২২ সালের ৩০ এপ্রিল। তার আগেই করোনা কেড়ে নিল দেশের বিভিন্ন কোণায় অক্সিজেন পৌঁছে দেওয়ার নায়ককে। গুরুপ্রসাদের মৃত্যুতে টুইট করে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লিখেছেন, ডঃ গুরুপ্রসাদ মহাপাত্রের মৃত্যুতে আমি গভীরভাবে দুঃখিত। আমি তাঁর সঙ্গে গুজরাটে ও কেন্দ্রে ঘনিষ্ঠভাবে কাজ করেছি। তাঁর প্রশাসনিক দক্ষতা, উদ্যম ও উদ্ভাবনী শক্তি ছিল প্রশংসনীয়। তাঁর পরিবারকে সমবেদনা জানাই। এদিন গুরুপ্রসাদ মহাপাত্রের মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন একাধিক মন্ত্রী, আমলা সহ বহু বিশিষ্ট ব্যক্তি।

আরও পড়ুন- এবার শ্রাবন্তীর ‘নতুন’ প্রেমিক অভিরূপ? নিজের ফ্ল্যাটেই পালন করলেন তাঁর জন্মদিন

Related articles

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...
Exit mobile version