সারদা মামলায় হাইকোর্টে জামিন পেলেন দেবযানী, তবে কি জেলমুক্তি?

কলকাতা হাইকোর্টের জামিন পেলেন সারদা মামলা অন্যতম অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায় (Debjani Mukherjee)। তবে এখনই তিনি জেল থেকে ছাড়া পাবেন কি না তা নিয়ে প্রশ্ন রয়েছে। সাত বছর আগে সারদা (Sarada) মামলায় গ্রেফতার হন অন্যতম অভিযুক্ত দেবযানী। মঙ্গলবার, কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির এজলাসে দেবযানী মুখোপাধ্যায়ের জামিন মামলার শুনানি শুরু হয়। কিন্তু তাঁর জামিনের শুনানি পিছিয়ে দেওয়ার আবেদন করে সিবিআই (CBI)। আর এই আবেদনে কার্যত বিরক্ত আদালত। আইনজীবী অয়ন চক্রবর্তী (Ayan Chakraborty) জানান, শনিবার হওয়া সত্ত্বেও এ দিন কলকাতা হাইকোর্টে দেবযানীর জামিনের মামলাটি ওঠে। সেখানেই সিবিআইয়ের ‘আর সি 6’ মামলায় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এবং বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের (Arijit Benarjee) ডিভিশন বেঞ্চ দেবযানীর জামিন মঞ্জুর করেন।

তাহলে কি সাত বছর পরে অবশেষে জেলের বাইরে পা রাখতে চলেছে সারদাকাণ্ডের ‘ম্যাডাম’? অয়ন চক্রবর্তী বলেন, সে বিষয়ে এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। কারণ, আরও কয়েকটি মামলায় এখনও জামিন পাননি দেবযানী। সুতরাং তাঁর মুক্তি হবে কি না তা এখনও নিশ্চিত নয়। তবে সিবিআই যে বেশ খানিকটা ব্যাকফুটে চলে গেল সেটা বলে যায়।

 

Previous articleশনিবার সম্পন্ন হবে প্রয়াত মিলখা সিং এর শেষকৃত‍্য, টুইটারে শোক প্রকাশ সৌরভের
Next articleসিংহের দেহেও মিলল করোনার ডেল্টা প্রজাতির অস্তিত্ব