Saturday, May 17, 2025

উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন পদ্ধতি ঘিরে প্রশ্ন, উত্তর দিলেন মহুয়া দাস

Date:

Share post:

মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন পদ্ধতি শুক্রবারই ঘোষণা করেছে মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, ২০১৯-র মাধ্যমিকের ৪টি বিষয়ের সর্বোচ্চ নম্বরের ৪০ শতাংশ, ২০২০-র একাদশের বার্ষিক পরীক্ষার ৬০ শতাংশ নম্বর, সেইসঙ্গে দ্বাদশের প্রজেক্ট-প্র্যাক্টিক্যালের নম্বর যুক্ত করে উচ্চমাধ্যমিকের মূল্যায়ন হবে। আরও বলা হয়েছে, দ্বাদশের প্রজেক্টের ২০ নম্বর, প্র্যাক্টিক্যালের ৩০ নম্বর ধরে মূল্যায়ন হবে। মূল্যায়নে সন্তুষ্ট না হলে পরিস্থিতি স্বাভাবিকের পর বসা যাবে পরীক্ষায়। পরীক্ষায় বসলে, সেই পরীক্ষার রেজাল্টই চূড়ান্ত বিবেচিত হবে বলে জানিয়েছে উচ্চমাধ্যমিক সংসদ। বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক- শিক্ষিকারা প্রশ্ন তুলেছেন, এই একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার বিষয়ভিত্তিক ফলাফল থেকে ৬০ শতাংশ নম্বরকে গুরুত্ব দেওয়ার সিদ্ধান্তকে।

গত বছরের একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফলের নম্বর ইতিমধ্যেই সংসদে পাঠিয়েছে বিভিন্ন স্কুল। গত বছরেও অতিমারি পরিস্থিতির কারণে একাদশ শ্রেণির একাধিক বিষয়ের বার্ষিক পরীক্ষা নিতে পারেনি স্কুলগুলি। বার্ষিক পরীক্ষা না নেওয়ার জেরে সেই বিষয়গুলির কোনও নম্বরও দিতে পারেনি স্কুলগুলি। তাই সেই বিষয়গুলির মূল্যায়ন কীভাবে হবে, তা নিয়ে প্রশ্ন তুলছেন শিক্ষক- শিক্ষিকারা।

এই বিষয় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস বলেন, ‘গতবার করোনা পরিস্থিতির কারণে উচ্চ মাধ্যমিকের বেশ কিছু বিষয়ের পরীক্ষা ছাত্রছাত্রীরা দিতে পারিনি। সেই বিষয়গুলো নম্বর দেওয়ার ক্ষেত্রে আমরা যে ফর্মুলা ব্যবহার করেছিলাম ঠিক একইভাবে একাদশ শ্রেণিতে যে বিষয়গুলির পরীক্ষা নেওয়া যায়নি সেই বিষয়গুলির ক্ষেত্রেও এইভাবেই নম্বর দেওয়া হবে।’

আরও পড়ুন-জ্ঞানেশ্বরীকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য: মৃত আসলে জীবিত!

এ ক্ষেত্রে ২০২০ উচ্চমাধ্যমিকে পড়ুয়ারা  যে বিষয়ে সবথেকে বেশি নম্বর পেয়েছিল, সেই নম্বরটি পরীক্ষা না হওয়া বিষয়গুলিতে দিয়ে দেওয়া হয়েছিল। সে ক্ষেত্রে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার ক্ষেত্রেও ঠিক একইভাবে এই ফর্মুলা ব্যবহার করা হবে বলে খবর সূত্রের।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে জানা গিয়েছে, ২০২০ উচ্চ মাধ্যমিকের মতো একাদশ শ্রেণির ক্ষেত্রেও ফিজিক্স, নিউট্রিশন, এডুকেশন, অ্যাকাউন্টেন্সি, কেমিস্ট্রি, ইকোনমিক্স, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্শিয়ান, আরাবিক, ফ্রেঞ্চ, স্ট্যাটিসটিকস, জিওগ্রাফি, কস্টিং অন্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট-এর মতো গুরুত্বপূর্ণ বিষয় গুলির পরীক্ষা নেওয়া যায়নি। আর তাই এই বিষয়গুলিতে ছাত্রছাত্রীদের নম্বর উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদকে পাঠাতে পারেনি বিভিন্ন স্কুল।

spot_img

Related articles

এবার নাম বদলের রাজনীতি বিহারে! গয়া হল ‘গয়াজি’

বিজেপি জমানায় নাম বদলের রাজনীতি নতুন নয়। আর তার শীর্ষে অবশ্যই যোগি আদিত্যনাথের রাজ্য উত্তর প্রদেশ। তবে এবার...

আইএমএ বাংলার নির্বাচন বাতিল ঘোষিত! দুমাসে কমিটি গঠনের নির্দেশ

চিকিৎসকদের সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (IMA) রাজ্যের ২০২৫-২৭ নির্বাচন প্রক্রিয়াকেই বাতিল করে দেওয়া হল কেন্দ্রীয় শাখার তরফে। নির্বাচন...

নির্দেশ দেখে পদক্ষেপ: ডিএ নির্দেশে প্রতিক্রিয়া চন্দ্রিমার

রাজ্য সরকারের কর্মীদের ২৫ শতাংশ ডিএ (DA) দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের। এক ঘোষণায় সরকারি কোষাগার থেকে প্রায় ৯...

টুটু বোসের ইস্তফা প্রসঙ্গে দেবাশিসের পাল্টা মুখ খুললেন সৃঞ্জয়

মোহনবাগানে(Mohunbagan) নির্বাচনের ডঙ্কা বেজে গিয়েছে। সেইসঙ্গেই চড়তে শুরু করেছে উত্তেজনার পারদ। এই মুহূর্তে অবশ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল...