মুখে বালিশ চাপা, গলায় ফাঁস! দিঘার হোটেল মালিকের রহস্যমৃত্যু

নিউ দিঘায় (New Digha) নিজের হোটেলেই রহস্যমৃত্যু মালিকের। মৃতের নাম সুব্রত সরকার (৬৬)। আদপে হাওড়া শিবপুরের বাসিন্দা এই হোটেল মালিক। প্রাথমিক তদন্তে তিনি খুন হয়েছেন বলেই মনে করছে দিঘা থানার পুলিশ।

জানা গিয়েছে পুলিশ যখন হোটেলের ঘর থেকে সুব্রত সরকারের মৃতদেহ উদ্ধার করে, তখন তাঁর গলায় ফাঁস লাগানো ছিল। মুখের উপর বালিশ চাপা ছিল। তাঁর ঘর লন্ড-ভন্ড ছিল। অর্থাৎ, যে বা যারাই তাঁকে খুন করুক না কেন, তাদের বাধা দিয়েছিলেন সুব্রতবাবু। শ্বাসরোধ করে তাঁকে হত্যা করা হয়েছে বলেই প্রাথমিক ভাবে অনুমান পুলিশের। দরজা ভেঙে দেহ উদ্ধার করে তা ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তদন্তও শুরু করেছে পুলিশ। জিজ্ঞাসা করা হচ্ছে হোটেল কর্মীদের। দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। কে বা কারা খুনের আগেরদিন এই হোটেল মালিকের সঙ্গে দেখা করতে এসেছিল, সেই তালিকাও তৈরি করা হচ্ছে।