Thursday, August 21, 2025

জম্মু-কাশ্মীরে সর্বদল বৈঠকের ডাক প্রধানমন্ত্রীর, পূর্ণ রাজ্য ঘোষণার জল্পনা

Date:

জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করার পর এই প্রথমবার উপত্যকার নেতাদের সঙ্গে সর্বদলীয় বৈঠকের(all party meeting) ডাক দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। আর এই বৈঠককে কেন্দ্র করেই উঁকি দিচ্ছে নানা জল্পনা। সূত্রের খবর, সর্বদল বৈঠক থেকে জম্মু কাশ্মীরকে(Jammu Kashmir) ফের পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া সহ নানান গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসতে পারে। আগামী ২৪ জুন বৃহস্পতিবার এই বৈঠক হতে চলেছে উপত্যকার রাজনৈতিক দলগুলির(political party) শীর্ষ নেতৃত্বের সঙ্গে।

২০১৯ সালে জম্মু কাশ্মীর থেকে বিশেষ মর্যাদা প্রত্যাহার করে নিয়েছিল কেন্দ্রীয় সরকার। এই ঘটনার প্রায় দু’বছর পর উপত্যকার নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী এই সর্বদলীয় বৈঠক স্বাভাবিকভাবেই তাৎপর্যপূর্ণ। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক উপত্যকার এক শীর্ষ নেতা বলেন, ‘সামনের সপ্তাহে আলোচনার বিষয়টি কানে এসেছে। আপাতত আমরা সরকারি তরফে আমন্ত্রণের অপেক্ষায় রয়েছি।’ প্রসঙ্গত কিছুদিন আগেই জম্মু কাশ্মীরের রাজনৈতিক প্রক্রিয়া চালু করার ইঙ্গিত দিয়েছিল কেন্দ্র। সেখানকার উন্নয়ন সংক্রান্ত বিষয়গুলি পর্যালোচনার জন্য জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং জম্মু-কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহার সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যেখানে উপস্থিত ছিলেন নিরাপত্তা বাহিনীর আধিকারিকরাও। এই বৈঠকে উপত্যকার কৃষকদের কেন্দ্রীয় যোজনার সুযোগ-সুবিধা দেওয়া, নয়া শিল্পসহ টিকাকরণ কর্মসূচি নিয়ে আলোচনা হয়। এই ঘটনার পরেই সর্বদল বৈঠক এ প্রধানমন্ত্রী কি বার্তা দেন তা জানতে মুখিয়ে রয়েছে গোটা দেশ।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version