মালদহে চারজনকে খুনের তদন্তে নেমে উদ্ধার হল প্রচুর অস্ত্র, ধৃত আরও ২

ধৃতরা

মালদহের কালিয়াচকে বাড়ির চারজনকে খুনের ঘটনায় ধৃত আসিফ মহম্মদকে জেরা করে ৫টি সেভেন এমএম পিস্তল, প্রচুর গুলি উদ্ধার করেছে পুলিশ। বেআইনি আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে আসিফের দুই বন্ধুকে পুলিশ ধরেছে।

পুলিশ জানায়, দুই ধৃতের নাম সাবির আলম, মাফুজ আলি। তাদের কাছ থেকে ৫টি সেভেন এমএম পিস্তল, প্রায় ১০০ রাউন্ড কার্তুজ এবং ১০টি ম্যাগাজিন মিলেছে। কিন্তু, খুনের সঙ্গে ওই দুজন যুক্ত কিনা তা স্পষ্ট নয়। তাদের জেরা চলছে।

আরও পড়ুন-জল্পনা সত্যি করে তৃণমূলে ফিরলেন মুকুল-ঘনিষ্ঠ তপন

গত ৮ ফ্রেব্রুয়ারি পানীয়ের সঙ্গে নেশার ওষুধ মিশিয়ে আসিফ বাবা-মা-বোন ও ঠাকুমাকে খুন করেছে বলে অভিযোগ। আসিফের ডাকনাম হান্নান। সে কালিয়াচকের একটি মিশনারি স্কুলের দশম শ্রেণি অবধি পড়েছে। আসিফকে জেরা করে পুলিশ জেনেছে, সে বেশ কয়েকটি প্লাইবোর্ডের কফিন তৈরি করেছিল নিজেই। তাতেই অচৈতন্য বাড়ির লোকজনদের মুখে সেলোটেপ লাগিয়ে ঢুকিয়ে দিয়েছিল। পরে সুড়ঙ্গের মধ্যে সব কটি দেহ ঢুকিয়ে দেওয়াল তুলে প্লাস্টার করে দেওয়ার ছক কষেছিল সে।