Friday, November 7, 2025

কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের পিঙ্কির,কিন্তু কেন?

Date:

বহুচর্চিত কাঞ্চন মল্লিকের দাম্পত্য জীবনে এবার এল নয়া মোড়।  ক’দিন ধরেই টলিপাড়ায় উত্তরপাড়ার বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিক ও তাঁর স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গুঞ্জন উঠেছিল। এবার স্বামী, কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে নিউ আলিপুর থানায় সরাসরি অভিযোগ দায়ের করে বসলেন পিঙ্কি বন্দ্যোপাধ্যায়। পুলিশের কাছে পিঙ্কির অভিযোগ, শুধু মানসিক নির্যাতনই নয়, মত্ত অবস্থায় গালিগালাজ করা ছাড়াও নিজের বান্ধবী, শ্রীময়ীকে সঙ্গে নিয়ে কাঞ্চন পিঙ্কিকে গাড়ি থেকে নামিয়ে হেনস্থাও করেছেন।

জানা গেছে, শনিবার আচমকাই  পিঙ্কির নিউ আলিপুরের বাড়িতে হাজির হন কাঞ্চন ও তাঁর বান্ধবী শ্রীময়ী চট্টরাজও। বাড়িতে সেইসময় তিনি ছিলেন না। বাড়িতে তাঁকে না পেয়ে চেতলা থেকে ফেরার সময় তাঁর গাড়ি আটকান অভিনেতা কাঞ্চন। দু’জনে মিলে তাঁকে হেনস্থা করেন।পিঙ্কির অভিযোগ উড়িয়ে কাঞ্চনের পালটা দাবি, গাড়ি থেকে তাঁকে টেনে নামানোর চেষ্টা করেন পিঙ্কি।

সূত্রের খবর, কাঞ্চনের পাশাপাশি শ্রীময়ীর নামেও এদিন পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। পিঙ্কির অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁকে মানসিক ভাবে নির্যাতন করে আসছেন কাঞ্চন। শনিবার মত্ত অবস্থায় তাঁকে গালিগালাজও করেন। এমনকি ছেলেকে নিয়ে তাঁকে হুমকিও দেওয়া হয়।

বিগত বেশ কিছু দিন ধরেই কাঞ্চন মল্লিকের সঙ্গে শ্রীময়ী চট্টরাজের সম্পর্ক নিয়ে উত্তাল টলিপাড়া। কানাঘুষো শোনা যাচ্ছিল, শ্রীময়ীর সঙ্গে নাকি বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন কাঞ্চন। যদিও শ্রীময়ী এ কথা একেবারেই মানতে চাননি। অন্যদিকে গত লকডাউন থেকেই চেতলায় নিজের বাড়িতে সন্তানকে নিয়ে আলাদা থাকছেন পিঙ্কি। সব মিলিয়ে ক্রমশ জটিল হয়ে উঠছে সম্পর্কের সমীকরণ।

Related articles

দুর্যোগ পরিস্থিতি পর্যালোচনা: আগামী সপ্তাহেই উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ভয়াবহ দুর্যোগ পেরিয়ে মাথা তুলে দাঁড়ানোর পর্যায়ে উত্তরবঙ্গ। রাজ্য প্রশাসন ও স্থানীয় প্রশাসনের লাগাতার পরিষেবা ও পদক্ষেপে যোগাযোগ...

তালিকায় নাম নেই! কেউ স্ত্রীর জন্য, কেউবা বিএলও-র সামনেই প্রাণ দিলেন

রাজ্যের হাজার হাজার মানুষের নাম নেই ২০০২ সালের ভোটার তালিকায়। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় আতঙ্কে কেউ আত্মঘাতী, কেউবা...

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই...

পথশ্রী প্রকল্প বেনিয়ম বরদাস্ত নয়: স্পষ্ট নির্দেশ মুখ্যসচিবের

পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তাগুলির মান বজায় রাখতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দিলেন মুখ্য সচিব মনোজ পন্থ। শুক্রবার...
Exit mobile version