Saturday, August 23, 2025

কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের পিঙ্কির,কিন্তু কেন?

Date:

বহুচর্চিত কাঞ্চন মল্লিকের দাম্পত্য জীবনে এবার এল নয়া মোড়।  ক’দিন ধরেই টলিপাড়ায় উত্তরপাড়ার বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিক ও তাঁর স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গুঞ্জন উঠেছিল। এবার স্বামী, কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে নিউ আলিপুর থানায় সরাসরি অভিযোগ দায়ের করে বসলেন পিঙ্কি বন্দ্যোপাধ্যায়। পুলিশের কাছে পিঙ্কির অভিযোগ, শুধু মানসিক নির্যাতনই নয়, মত্ত অবস্থায় গালিগালাজ করা ছাড়াও নিজের বান্ধবী, শ্রীময়ীকে সঙ্গে নিয়ে কাঞ্চন পিঙ্কিকে গাড়ি থেকে নামিয়ে হেনস্থাও করেছেন।

জানা গেছে, শনিবার আচমকাই  পিঙ্কির নিউ আলিপুরের বাড়িতে হাজির হন কাঞ্চন ও তাঁর বান্ধবী শ্রীময়ী চট্টরাজও। বাড়িতে সেইসময় তিনি ছিলেন না। বাড়িতে তাঁকে না পেয়ে চেতলা থেকে ফেরার সময় তাঁর গাড়ি আটকান অভিনেতা কাঞ্চন। দু’জনে মিলে তাঁকে হেনস্থা করেন।পিঙ্কির অভিযোগ উড়িয়ে কাঞ্চনের পালটা দাবি, গাড়ি থেকে তাঁকে টেনে নামানোর চেষ্টা করেন পিঙ্কি।

সূত্রের খবর, কাঞ্চনের পাশাপাশি শ্রীময়ীর নামেও এদিন পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। পিঙ্কির অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁকে মানসিক ভাবে নির্যাতন করে আসছেন কাঞ্চন। শনিবার মত্ত অবস্থায় তাঁকে গালিগালাজও করেন। এমনকি ছেলেকে নিয়ে তাঁকে হুমকিও দেওয়া হয়।

বিগত বেশ কিছু দিন ধরেই কাঞ্চন মল্লিকের সঙ্গে শ্রীময়ী চট্টরাজের সম্পর্ক নিয়ে উত্তাল টলিপাড়া। কানাঘুষো শোনা যাচ্ছিল, শ্রীময়ীর সঙ্গে নাকি বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন কাঞ্চন। যদিও শ্রীময়ী এ কথা একেবারেই মানতে চাননি। অন্যদিকে গত লকডাউন থেকেই চেতলায় নিজের বাড়িতে সন্তানকে নিয়ে আলাদা থাকছেন পিঙ্কি। সব মিলিয়ে ক্রমশ জটিল হয়ে উঠছে সম্পর্কের সমীকরণ।

Related articles

বৃষ্টি ভিজবে ডুরান্ড ফাইনাল, কলকাতায় হলুদ সতর্কতা!

পুজো কেনাকাটার উৎসাহ থেকে ডুরান্ড ফাইনালের (Durand Cup Final) আবেগকে দিব্যি ড্রিবল করে দিনভর গোল করতে তৈরি বৃষ্টি।...

নিউ গড়িয়ায় বৃদ্ধা-খুনে নয়া মোড়, গ্রেফতার আয়া ও তার পুরুষ সঙ্গী

রাতের বেলায় পুরুষ সঙ্গীকে নিয়ে আয়া এসেছিলেন নিউ গড়িয়ায়(New Garia) খুন হওয়া বৃদ্ধার বাড়িতে। কেন? ওই আয়া ঢুকেছিলেন...

উত্তরাখণ্ডে ফের মেঘ ভাঙা বৃষ্টি: বিধ্বস্ত থারালিতে নিখোঁজ অন্তত ৩

ফের বড়সড় বিপর্যয়ের মুখে উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলা। মধ্যরাতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে থারালি এলাকায় হড়পা বানে (flash...

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...
Exit mobile version