Wednesday, November 5, 2025

কোভিডে মৃত্যুতে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ অসম্ভব, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

Date:

বিপর্যয় মোকাবিলা আইনে ভূমিকম্প বা বন্যার মত প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ দেওয়ার সংস্থান থাকলেও ওই একই যুক্তিতে কোভিড অতিমারিতে (covid pandemic) মৃত ৩ লক্ষ ৮৫ হাজারের বেশি মানুষকে ক্ষতিপূরণ (compensation) দেওয়া সম্ভব নয়। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে এই দাবি অবাস্তব। সুপ্রিম কোর্টে (supreme court) সাফ জানিয়ে দিল কেন্দ্র (centre)। কোভিডে মৃতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে হওয়া এক জনস্বার্থ মামলায় সর্বোচ্চ আদালতে একথা জানিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের বক্তব্য, প্রত্যেক পরিবারকে সাহায্য করার সামর্থ্য সরকারের নেই। একইসঙ্গে কেন্দ্রের ব্যাখ্যা, শুধুমাত্র কোভিডের ক্ষেত্রে আর্থিক সাহায্য দিলে এবং অন্য রোগে মৃত্যুর ক্ষেত্রে তা না দেওয়া হলে অন্যায় ও বৈষম্য হবে। সম্প্রতি কোভিডে মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। বিচারপতি অশোক ভূষণ এবং বিচারপতি এমআর শাহের বেঞ্চে হওয়া শুনানিতে কেন্দ্রের বক্তব্য জানানোর জন্য সময় চেয়েছিলেন সলিসিটর জেনারেল তুষার মেহতা।

আরও পড়ুন-জল্পনা সত্যি করে তৃণমূলে ফিরলেন মুকুল-ঘনিষ্ঠ তপন

শনিবার এই বিষয়ে পেশ করা ১৮৩ পাতার হলফনামায় মোদি সরকার জানিয়েছে, দেশে কোভিডে আক্রান্ত হয়ে ৩ লক্ষ ৮৫ হাজারের বেশি মানুষ মারা গিয়েছেন। এই সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। কেন্দ্র যে মারাত্মক আর্থিক চাপের মধ্যে রয়েছে তাতে সকলকে আর্থিক সাহায্য দেওয়া আদৌ সম্ভব নয়। বর্তমান অতিমারি পরিস্থিতিতে সরকারের রাজস্ব আদায় কম হলেও জনকল্যাণমূলক খাতে অনেক বেশি পরিমাণ খরচ করা হচ্ছে। বিপর্যয় মোকাবিলা আইন অনুযায়ী, ক্ষতিপূরণ কেবল ভূমিকম্প বা বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে প্রযোজ্য। অতিমারির ব্যাপকতার কারণে এই আইন কোভিডের ক্ষেত্রে প্রয়োগ করা উচিত নয় বলেও দাবি কেন্দ্রের।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version