Friday, August 22, 2025

কোভিড বিধি শিকেয় তুলে হরিদ্বার-বারণসীতে গঙ্গা দশেরায় পূণ্যস্নানের ঢল

Date:

কুম্ভ মেলার স্মৃতি এখনও টাটকা ৷ দেশে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণের হার উর্ধ্বমুখী হওয়ার অন্যতম কারণ হিসেবে কুম্ভ মেলার বিপুল জনস্রোতকেই দায়ী করেছিলেন বিশেষজ্ঞরা ৷ এখন গোটা দেশ আতঙ্কে আছে তৃতীয় ঢেউয়ের অপেক্ষায় ৷ এরই মধ্যে কোভিডে মৃত্যুমিছিল, অক্সিজেনের সংকটে হাহাকার, সংক্রমণের রেকর্ডের মতো সব ক্ষত বেমালুম ভুলতে শুরু করে দিয়েছি আমরা ৷ তার জলজ্যান্ত প্রমাণ মিলল উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে ৷

কোভিড বিধি (Covid Restrictions) তোয়াক্কা না করে সেখানে গঙ্গায় পূণ্যস্নানের ধুম পড়েছে ৷ রবিবার গঙ্গা দশেরা (Ganga Dussehra) উপলক্ষে উত্তরাখণ্ডের হরিদ্বারে গঙ্গায় পূণ্যস্নানে (Holy Dip in Ganga) মানুষের ঢল নামল ৷ একই ছবি ধরা পড়েছে উত্তরপ্রদেশের বারাণসী ও ফারুখাবাদ এলাকাতেও ৷

কোভিড বিধিনিষেধকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে রবিবাসরীয় সকালে পুণ্যার্থীরা মাতলেন নিয়ম ভাঙার খেলায় ৷ অধিকাংশ পূণ্যার্থীর মুখে ছিল না মাস্ক ৷ ছিল না সামাজিক দূরত্ব মেনে চলার কোনও তাগিদ ৷ হরিদ্বারের হর কি পৌরী ঘাট, ফারুখাবাদের পাঞ্চাল ঘাটে পূণ্যার্থীদের দলে দলে পূণ্যস্নান করতে দেখা গিয়েছে ৷ সার্কেল অফিসার বলেছেন, “আমারা মানুষকে বলেছিলাম, বাড়িতেই পূণ্যস্নান সেরে নিতে ৷ শুধুমাত্র আরটি-পিসিআর নেগেটিভ যাঁরা তাঁদেরই প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে ৷ ঘাটে যাতে কোভিড নিয়ম মেনে চলা হয়, সেই আর্জি জানানো হচ্ছে ৷”

গঙ্গা দশেরা উপলক্ষে উত্তরপ্রদেশের বারাণসীতেও কোভিড নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে চলে পূণ্যস্নান ৷ কোভিড প্রোটোকল মেনে চলার জন্য ও বাড়িতেই পূণ্যস্নান সেরে নেওয়ার জন্য বারবার মাইকে ঘোষণা করা হয় পুলিশের তরফে ৷ তবে তাতে কাজের কাজ কিছুই হয়নি ৷

জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীর দিন গঙ্গা দশেরা পালন করা হয় ৷ হিন্দু শাস্ত্রমতে এই দিনই দেবী গঙ্গা স্বর্গ থেকে মর্ত্যে অবতরণ করেছিলেন ৷

শনিবার উত্তরপ্রদেশে কোভিডে মৃত্যু হয়েছে ৫১ জনের ৷ এর ফলে কোভিডের কারণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২২,১৩২ জন ৷ শনিবার করোনায় আক্রান্ত হয়েছেন আরও ২৯৪ জন ৷ এর ফলে রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭,০৪,১৩৯ ৷

 

Related articles

শুক্র-শনিতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা, বন্ধ হতে পারে চারধাম যাত্রা!

রাত পেরিয়ে সকালেও কমল না দুর্যোগ। উত্তরাখণ্ডের অতি ভারী বৃষ্টির ব্যাহত চারধাম যাত্রা (Char Dham Yatra)। বৃহস্পতিবার একাধিক...

ভোটার তালিকায় কারচুপির অভিযোগে ৫ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

ভোটার লিস্টে (Voter list) অনিয়মের অভিযোগে ৫ আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল রাজ্য। ২ জন ডব্লুবিসিএস অফিসার-সহ ৪...

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...
Exit mobile version