Friday, August 29, 2025

ভোট পরবর্তী হিংসা: হাইকোর্টের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানাল রাজ্য

Date:

ভোট পরবর্তী হিংসা নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনকে তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট (High Court)। সেই নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়ে বৃহত্তর বেঞ্চে আবেদন করল রাজ্য সরকারের।

ভোট পরবর্তী হিংসার অভিযোগে এন্টালির বিজেপির (Bjp) পরাজিত প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়াল-সহ অনেকে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন। শুক্রবার, সেইসব মামলার একত্রে শুনানি হয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চে। হাইকোর্টের নির্দেশে ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্যে সরকারের সমালোচনা করা হয়। এমনকী, প্রয়োজনে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা রাজ্যে এসে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে পারেন বলেও নির্দেশে জানানো হয়েছে।

শুনানিতে রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে একাধিক অভিযোগ তোলেন মামলাকারীদের আইজীবীরা। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল (Rajesh Bindal) বলেন, “ভোটের পর, দলে দলে মানুষ মিছিল করে বলছেন, আমরা আগে যা করেছি ভুল করেছি, এখন ঠিক করতে চাই। এই ধরনের দৃশ্য আমি কোনওদিন দেখিনি”। এরপর বিচারপতি বলেন, “মামলার এই পর্যায়ে আমাদের কাছে বেশকিছু ঘটনার তথ্যপ্রমাণ রয়েছে। এই ধরনের ঘটনা ঘটলে, রাজ্যকে অবিলম্বে পদক্ষেপ করতে হবে”।

আরও পড়ুন-দ্বিতীয়বারের জন্য জাতিসংঘের মহাসচিব পদে দায়িত্ব নিলেন আন্তোনিও গুতেরেস

অভিযোগ খতিয়ে দেখে পদক্ষেপের আশ্বাস দেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল। বিচারপতি হরিশ ট্যান্ডন (Harish Tandan) বলেন, রাজ্য বলছে একাধিক ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়েছে। কিন্তু কার বিরুদ্ধে, কী পদক্ষেপ করা হয়েছে, তা স্পষ্ট নয়। এরপর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন, প্রয়োজন মনে করলে রাজ্যের বিভিন্ন জায়গার পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে পারে জাতীয় মানবাধিকার কমিশন। এই মামলার পরবর্তী শুনানি ৩০ জুন। তার আগেই ওই নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানাল রাজ্য সরকার।

 

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version