আলাদা রাজ্যের কথা ভাবার সময় আসেনি, বার্লার উল্টো সুর বিস্তার গলায়

উত্তরবঙ্গকে (north bengal) ভাগ করার দাবি নিয়ে বিজেপির (bjp) মতানৈক্য ক্রমশ স্পষ্ট হচ্ছে। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের পর এবার দলীয় সাংসদ জন বার্লার মন্তব্যের উল্টো সুর শোনা গেল দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্তার (raju bista) গলায়। বঙ্গভঙ্গের (bangabhanga) দাবি তুললে রাজনৈতিকভাবে যে হিতে বিপরীত হতে পারে তা বুঝেই সম্ভবত আলিপুরদুয়ারের বিজেপি সাংসদের মন্তব্যের থেকে দূরত্ব বাড়াচ্ছেন অন্যরা।

সোমবার রাজ্য বিজেপি সভাপতির সুরই শোনা গিয়েছে দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তার গলাতেও। এদিন তিনি বলেন, উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার বিষয়ে ভাবার মত সময় এখনও আসেনি। জন বার্লা যা বলেছেন, তার উত্তর তিনিই দেবেন। প্রসঙ্গত, জন বার্লার মন্তব্য যে তাঁর ব্যক্তিগত, রবিবারই তা স্পষ্ট করে দিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। দলীয় সাংসদের দাবি উড়িয়ে তিনি বলেছেন, বিজেপি অখন্ড পশ্চিমবঙ্গের পক্ষে। জন বার্লা যা বলেছেন দল তা সমর্থন করে না।

তবে বঙ্গভঙ্গের দাবি সমর্থন না করলেও উত্তরবঙ্গকে বঞ্চনা করার অভিযোগ থেকে সরছেন না অন্যান্য বিজেপি নেতারা। এবিষয়ে রাজ্য সরকারের উদাসীনতার অভিযোগ তুলে সরব হয়েছেন দার্জিলিঙের বিজেপি সাংসদ। তাঁর অভিযোগ, গত দশ বছরে উত্তরবঙ্গের কোনও উন্নয়ন হয়নি। মমতা বন্দোপাধ্যায় উত্তরবঙ্গের মানুষের সঙ্গে খেলা করেছেন। একের পর এক চা বাগান বন্ধ। তা খোলার চেষ্টা হয়নি। উত্তরবঙ্গের স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়েছে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল ছাড়া আর কোনও মেডিকেল কলেজ হয়নি সেখানে। এছাড়া বেকারত্ব, কর্মসংস্থানের দাবি নিয়েও সরকারের বিরুদ্ধে সরব হন রাজু বিস্তা।