Sunday, August 24, 2025

ক্রমশ খুলছে বিজেপির মুখোশ। জন বার্লা যে পৃথক উত্তরবঙ্গ রাজ্যের দাবি তুলেছেন তা যে আদতে বিজেপিরই কৌশল ও পরিকল্পনা সেটা আবারও সামনে চলে এলে বিজেপিরই সাংসদ তথা দলের যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁয়ের দাবির জেরে। বিষ্ণুপুরের এই বিজেপি সাংসদ এবার দাবি তুলেছেন বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরের এলাকা বিশেষ নিয়ে পৃথক জঙ্গলমহল রাজ্য গড়ে তুলতে।

সৌমিত্রের এই দাবিকে কটাক্ষ করে তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ বলেন,দায়িত্বজ্ঞানহীন মন্তব্য । বাংলা ভাগ করতে মদত দিচ্ছে বিজেপি । আসলে বাংলায় পরাজয় মেনে নিতে পারছে না বিজেপি । কুণাল বলেন, বঙ্গভঙ্গের প্ররোচনা দিচ্ছে বিজেপি। বিজেপির কিছু নেতা অবসাদে ভুগছেন ।
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ যদিও এখনও বলছেন, ‘বিজেপি এ ধরনের কোনও দাবিতে বিশ্বাস করে না। আমরা এটা মানি না। বিজেপি অখন্ড পশ্চিমবঙ্গেই বিশ্বাসী।’ কিন্তু রাজ্যবাসী ক্রমশ বুঝতে পারছেন দিলীপের এই দাবি কার্যত মানুষের চোখে ধুলো দেওয়ার কৌশল ছাড়া আর কিছুই নয়। কেননা সবটাই মোদি সরকারের চক্রান্ত। যেনতেন প্রকারণে হোক বাংলাকে ধ্বংস করে দাও।
বাঁকুড়া, পুরুলিয়া, জঙ্গলমহল এলাকা নিয়ে পৃথক রাজ্য গঠনের দাবি জানালেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ ।
রাজনৈতিক মহলের মত, অস্থির পরিবেশ গড়ে তুলতে চাইছে বিজেপি৷ আর তেমন পরিস্থিতি হলে রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবি তুলতে বিজেপির সুবিধা হবে৷ পরিকল্পনা এমনই৷

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version