বিবাহ বর্হিভূত সম্পর্কের জেরে স্বামীকে খুন, অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

নবদ্বীপের প্রতাপনগর বাজার সংলগ্ন এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার হল অর্ধ পোড়া মৃতদেহ। প্রতিবেশীদের দাবি, বিবাহ বর্হিভূত সম্পর্কের জেরে খুন করা হয়েছে ওই ব্যাক্তিকে। প্রতিবেশীদের অভিযোগ, ওই ব্যাক্তির স্ত্রী তাঁকে পুরিয়ে মেরেছে।

নবদ্বীপের প্রতাপনগর বাজার সংলগ্ন এলাকায় সুশান্ত ঘোষ নামে এক ব্যাক্তির মৃতদেহ উদ্ধার হয়। স্থানীয়দের দাবি, অনেকদিন ধরেই ওই ব্যক্তির বাড়িতে অশান্তি হচ্ছিল। এর আগেও বহুবার ওই মহিলা বিবাহ বর্হিভূত সম্পর্কে জড়িয়েছিলেন। দীর্ঘদিন যাবৎ সুশান্তবাবুর স্ত্রী তাঁর উপর অত্যাচার করতো। সোমবার সকালে এক স্থানীয় মহিলা বাড়ির উঠোনে অর্ধেক পোড়া অবস্থায় কিছু পড়ে থাকতে দেখেন। ভালো করে দেখলে বুঝতে পারেন একটি মৃতদেহ অর্ধেক পোরা অবস্থায় পড়ে রয়েছে। এরপর স্থানীয়রা নবদ্বীপ থানায় খবর দেন। ঘটনাস্থলে নবদ্বীপ থানার পুলিশ এসে মৃতদেহটিকে উদ্ধার করে নিয়ে যায়। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।