বিধানসভায় পিএসি চেয়ারম্যান (pac chairman) পদটি কারা পাবে, সে নিয়ে জমজমাট নাটক। বুধবার যে পরিস্থিতি, তাতে দেখা যাচ্ছে পিএসি চেয়ারম্যান পদে ভোটাভুটি অবশ্যম্ভাবী হয়ে পড়েছে। কারণ, চেয়ারম্যান পদের জন্য ৬ জনের নাম জমা হয়েছে। যদি না শেষ পর্যন্ত কোনও সমঝোতা হয়, তাহলে ভোটাভুটি হতে বাধ্য। বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, পিএসি চেয়ারম্যান পদটি কাকে দেওয়া হবে, সেটা একেবারেই স্পিকারের সিদ্ধান্ত। সুতরাং কে এগিয়ে, কে পিছিয়ে এসব কথার কোনও অর্থ হয় না। উল্লেখ্য, মুকুল রায় বিজেপির জয়ে জিতে এলেও এখন তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন।
তালিকায় লক্ষ্যণীয় নাম অবশ্যই মুকুল রায় ও শুভেন্দু অধিকারী। বাকি যারা রয়েছেন, তাঁরা হলেন, অশোক রায়, বঙ্কিম ঘোষ, অশোক লাহিড়ী ও নিখিলরঞ্জন দে। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বুধবার জানান, পিএসি সহ চারটি কমিটির চেয়ারম্যান নির্বাচনে ভোটাভুটির সম্ভাবনা রয়েছে। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, পিএসির চেয়ারম্যান বিরোধী দলকেই দেওয়া হয়। সরকার রীতি ভাঙলে তা গণতন্ত্রের ক্ষেত্রে ক্ষতিকারক। সব মিলিয়ে পিএসি সহ চারটি কমিটিতে ভোট হয় কিনা সেটাই লক্ষ্যণীয়।