Saturday, November 15, 2025

দিল্লিতে মোদি -শাহর কাছে নীতীশ? জল্পনা মন্ত্রিসভায় যোগদান নিয়ে

Date:

বিজেপি সূত্রে (BJP) খবর চলতি মাসের শেষের দিকেই কেন্দ্রীয় মন্ত্রিসভা (Central ministry expansion) বিস্তারের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে আরও একটি সম্ভাবনা নিয়ে রাজধানীতে চর্চা শুরু হয়েছে। সেটি হল নীতীশ কুমারের জেডিউকে (Chief minister of Bihar Nitish Kumar) এবার মন্ত্রিসভায় দুটি গুরুত্বপূর্ণ পদ পদ দেওয়ার প্রস্তাব হয়েছে। যদিও আলোচনার পরে প্রস্তাবটিতে পরিবর্তন আসার সম্ভাবনাও আছে।

এদিকে জানা গিয়েছে মঙ্গলবারই বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার দিল্লি পৌঁছে গেছেন। কয়েকদিন তিনি দিল্লিতেই থাকবেন। নীতীশের পক্ষ থেকে এই সফরকে ব্যক্তিগত সফর বলে অভিহিত করা হলেও বিশ্বস্ত সূত্রের খবর প্রধানমন্ত্রী (prime minister Narendra Modi)এবং স্বরাষ্ট্রমন্ত্রীর(home minister Amit Shah) সঙ্গে মন্ত্রিসভা বিস্তার নিয়ে একান্তে আলোচনা করতেই দিল্লি গেছেন নীতীশ কুমার।

আরো জানা গিয়েছে যে, নীতীশের একান্ত ইচ্ছা মন্ত্রিসভা বিস্তারের সময় গুরুত্বপূর্ণ পদ লাভের পাশাপাশি রাজ্যের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ আদায় করে আনা। কারণ সাম্প্রতিক করোনা অতিমারি এবং সুপার সাইক্লোন ইয়াসের জেরে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে বিহার । সেই ক্ষয়ক্ষতির খতিয়ান পেশ করতে দিল্লি গেছেন নীতীশ।

 

তবে বিহারের মুখ্যমন্ত্রীর এই দিল্লি সফর নিয়ে লুকোছাপা কিছু কম হচ্ছে না। নীতীশ ঘনিষ্ঠ সাংসদ লালান সিং নীতিশের এই সফরকে ব্যক্তিগত বলে মন্তব্য বলেছেন, যে নীতীশের এই দিল্লির সফরের সঙ্গে মন্ত্রিসভা বিস্তারের কোনও যোগসূত্র নেই। চিকিৎসার প্রয়োজনে নীতীশ দিল্লি গেছেন। , ‘আমরা জেডিইউ আর বিজেপি মিলে ভাল ভাবে বিহারে সরকার চালাচ্ছি, আমাদের পরস্পরের মধ্যে কোনও বিরোধ নেই।’

Related articles

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...

রাজ্যে আসন্ন WBCS পরীক্ষা: জারি বিজ্ঞপ্তি

প্রকাশিত হল ডব্লুবিসিএস-এর পরীক্ষার বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (PSC, WB) বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ২০২৬ সালের মার্চ...

পরিবারে SIR আতঙ্কে মৃত্যুর ছায়া, চাকরির আশ্বাস দিয়ে পাশে তৃণমূল

এসআইআর আতঙ্কে আত্মঘাতী বাবা। অসহায় পরিবার। কী করে হবে দিন গুজরান? ভিটেমাটি চলে যাবে না তো? এসব আতঙ্ক...
Exit mobile version