Friday, August 22, 2025

অবশেষে মুখ খুললেন দেবশ্রী রায় (debosree roy) । গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় (attack on social media) চলতে থাকা নানা কুকথার স্পষ্ট জবাব দিলেন জাতীয় পুরস্কার জয়ী (national award winner actress) এই অভিনেত্রী। দেবশ্রী এদিন বলেন, ” একটা সময় যে টলিউড শাসন করত সেই দেবশ্রী রায় ১০ বছর পরে আবার ইন্ডাস্ট্রিতে ফিরছে। আমার প্রত্যাবর্তন মানেই বাকিদের রুজি-রুটিতে টান । এই ভয় থেকেই সোশ্যাল মিডিয়াতে আমার নামে এত কুৎসা। আমার বয়স তুলে কটাক্ষ। আমায় ‘বাসি রসগোল্লা’, ‘মাসি’ তকমা দেওয়া। কী বলব? আমি মুখে বলার চেয়ে কাজে করে দেখানোয় বিশ্বাসী। আগামী দিনেও সেটাই করব। শত্রুরা সাবধান, আমি কিন্তু আপনাদের চাল ধরতে পেরে গিয়েছি।” দেবশ্রী এদিন পাল্টা প্রশ্ন ছুঁড়ে দেন সমালোচকদের দিকে। “কী ভাবছেন? এ ভাবে আমার মনোবল ভেঙে দেবেন? সে গুড়ে বালি। বরং, আপনারা আমায় চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। আমি সেই চ্যালেঞ্জ গ্রহণ করলাম। আমি যতখানি মনপ্রাণ ঢেলে অভিনয় করতাম, এ বার তার চেয়েও দশ গুণ বেশি খাটব। ক্যামেরার সঙ্গে সখ্যতা আমার প্রায় জন্মের সময় থেকে। আমি যত ভাল ক্যামেরা বুঝি, ক্যামেরাও আমায় ঠিক ততটাই ভাল চেনে। তাই আমার অভিনীত প্রতিটি ছবিতেই আমি সুন্দরী।” কেউ কেউ লিখেছেন, ‘রূপ নিয়ে অহংকার করো না মাসি…!” “আমি কিন্তু কোনও দিন রূপ নিয়ে অহঙ্কার করিনি। আমায় যদি সত্যিই খুব সুন্দর দেখতে লাগে তার পিছনে রয়েছেন আবার বাবা। বাবা ভীষণ সুপুরুষ ছিলেন। আমি তাঁর কিছুটা অংশ পেয়েছি।”

কিন্তু কী নিয়ে এত বিতর্ক? একটি বেসরকারি চ্যানেলে খুব শীঘ্রই আসতে চলেছে ‘সর্বজয়া ‘ধারাবাহিক। ওই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন দেবশ্রী রায়। সম্প্রতি ধারাবাহিকটির বেশকিছু প্রোমো চ্যানেলে দেখানো হয়। আর তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার ঝড় ওঠে। নানাজন নানা ভাবে কটু কথা বলতে শুরু করে জাতীয় পুরস্কার জয়ী এই অভিনেত্রীকে। প্রতিবাদে সরব হয়ে ওঠেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। ভাস্বর বলেন, “হাঁটুর বয়সী নায়িকার সঙ্গে পঞ্চাশোর্ধ নায়কের প্রেম নিয়ে দর্শকদের সমস্যা নেই । অথচ নায়িকার বয়স একটু বেশি হলেই যত নাক সিঁটকানি, ট্রোলিং! এ কেমন বিচার?” পাশাপাশি মুখ খুলেছেন সর্বজয়ার প্রযোজক স্নেহাশিস চক্রবর্তীও।

 

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version