ইউরো ২০২০ কাপে খেলা জনি কাউকোকে সই করাল এটিকে মোহনবাগান

দলবদলের বাজারে বড় চমক। আইএসএল ( Isl) নতুন মরশুমের জন‍্য চলতি ইউরো কাপে খেলা ফিনল্যান্ডের ( finland)  মিডফিল্ডার জনি কাউকোকে(Joni Kauko) সই করাল এটিকে মোহনবাগান( atk mohunbagan)। দুই বছরের চুক্তিতে সই করানো হল জনি কাউকোকে।

বৃহস্পতিবার নিজেদের সোশ‍্যাল মিডিয়ায় এই খবর পোস্ট করে বাগান শিবির। এদিন বাগান চুক্তিপত্রে সই করেন কাউকো। ফ্রি এজেন্ট হিসাবেই যোগ দিলেন সবুজ-মেরুন ক্লাবে।

এবারের ইউরোয় গ্রুপ লিগের তিনটি ম্যাচেই পরিবর্ত হিসেবে নেমেছিলেন কাউকো। আগামী জুলাই মাসে ড্যানিশ ক্লাব এসবার্গ থেকে রিলিজ পাবেন জনি, তারপর এটিকে মোহনবাগানে যোগ দিতে আর বাঁধা থাকবে না তার।

আরও পড়ুন:নজির গড়লেন রোনাল্ডো, ফ্রান্সের বিরুদ্ধে খেলতে নেমে একাধিক রেকর্ড গড়লেন তিনি