Friday, August 22, 2025

রুটিন মেনে আজ ফের দাম বাড়ল জ্বালানির। কলকাতায় পেট্রোলের দাম ক্রমশই সেঞ্চুরির দিকে এগোচ্ছে। পাল্লা দিয়ে বাড়ছে ডিজেলের দামও। আজ বৃহস্পতিবার, পেট্রোলের দাম লিটারপ্রতি ২৫ পয়সা এবং ডিজেলের দাম লিটারপ্রতি ০৭ পয়সা বাড়ল। ফলে, কলকাতায় পেট্রোলের দাম হয়েছে ৯৭ টাকা ৬৩ পয়সা। ডিজেলের নতুন দাম হল ৯১ টাকা ১৫ পয়সা।গতকাল জ্বালানির দাম বাড়েনি। এর আগে, গত পরশু অর্থাৎ মঙ্গলবার বেড়েছিল জ্বালানির দাম।সেদিন কলকাতায় পেট্রোল ও ডিজেলের দাম লিটারপ্রতি ২৬ পয়সা করে বেড়ে হয়েছিল যথাক্রমে হয়েছিল ৯৭.৩৮ টাকা ও ৯১.০৮ টাকা।
রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি এক-দু’দিন অন্তরই দাম বাড়াচ্ছে পেট্রোল-ডিজেলের। শুধু চলতি মাসেই এই নিয়ে পেট্রোল ডিজেলের দাম বাড়ল ১২ বার। মে মাসে দাম বেড়েছিল ১৬ বার। ৪ মে থেকে দফায় দফায় বেড়েছে দাম। দেশের চার বড় শহরের মধ্যে মুম্বইয়ে পেট্রোলের দাম প্রতি লিটারে ১০০ টাকা পেরিয়েছে। দেশের ৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে পেট্রোলের দাম ১০০ ছাড়িয়েছে। রাজধানী দিল্লিতে পেট্রল হয়েছে লিটার পিছু ৯৭.৭৬ টাকা এবং ডিজেল লিটার পিছু ৮৮.৩০ টাকা, বাণিজ্যনগরী মুম্বইয়ে পেট্রলের দাম বেড়ে হল লিটার প্রতি ১০৩.৮৯ টাকা এবং ডিজেল লিটার প্রতি ৯৫.৭৯ টাকা এবং চেন্নাইয়ে পেট্রলের দাম প্রতি লিটারে ৯৮.৮৮ টাকা এবং ডিজেলের ৯২.৮৯ টাকা।

জ্বালানির দাম বাড়ায় প্রবল চাপ বাজার অর্থনীতিতে। সব জিনিসের আগুন দাম। পরিস্থিতির পাল্লা দিতে গিয়ে চাপ বাড়ছে আম জনতার। জেলের দাম বাড়ায় প্রবল চাপে বাজার অর্থনীতি ৷ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া করোনা আবহে বহু মানুষ কাজ হারিয়েছেন। তার ওপর পেট্রোল-ডিজেলের এইভাবে দাম বেড়ে চলায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে। এই পরিস্থিতিতে কেন্দ্রের বিরুদ্ধে সরব বিরোধীরা। অর্থনীতিবিদদের একাংশের যুক্তি, একটা স্তরে সরকারের উচিত দাম নিয়ন্ত্রণ করা। তাঁদের মতে, এটা জরুরি পণ্য। এর সঙ্গে বাজারের অন্য পণ্যের দামের ওঠানামা যুক্ত। এর দায় এড়াতে পারে না সরকার। একটা স্তরে দাম নিয়ন্ত্রণের করা উচিত। জিএসটি আওতায় আনছে না। এটা আনলে ভাল হতো।

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version