Wednesday, May 7, 2025

আগামী বছর নৌসেনায় যোগ দেবে দেশের তৈরি প্রথম বিমানবাহী রণতরী ‘আইএনএস বিক্রান্ত’

Date:

Share post:

ভারতের তৈরি প্রথম বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্ত(INS Vikrant) নৌসেনায়(Indian Navy) যোগ দিতে চলেছে আগামী বছর। শুক্রবারকে কেরলের কোচিতে নৌ সেনার এক অনুষ্ঠানে যোগ দিয়ে এমনটাই জানালেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং(Rajnath Singh)। পাশাপাশি তিনি এটাও জানান, বিমানবাহী এই যুদ্ধ জাহাজ আগামী জুলাই মাস থেকেই সমুদ্রে চলাচল করবে। সেই সময়ে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন করা হবে। এবং আগামী বছর ২০২২ সালের মাঝামাঝি সময় ভারতের পূর্ব সেনা কমান্ডে যোগ দেবে এই যুদ্ধজাহাজটি। দেশের তৈরি প্রথম এয়ারক্রাফ্ট ক্যারিয়ার(aircraft carrier) আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে অন্যতম বড় পদক্ষেপ বলেও জানান প্রতিরক্ষামন্ত্রী।

জানা গিয়েছে, কোচির শিপইয়ার্ডে তৈরি করা হয়েছে ৪০ হাজার টন ওজন বিশিষ্ট এই বিমানবাহী রণতরী। ২৬২ মিটার দৈর্ঘ্য ও ৬০ মিটার প্রস্থের এই বিমানবাহী রণতরীর ডেকে মিগ-২৯ এর মতো যুদ্ধবিমান ওঠানামা করতে পারবে সহজেই। গোটা প্রকল্পের জন্য ভারতের খরচ হয়েছে ২ হাজার ৪০০ কোটি টাকা। এই রণতরীকে ২০১৮ সালে নৌ সোনার অন্তর্ভুক্ত করার কথা থাকলেও করোনা পরিস্থিতির জেরে তা সম্ভব হয়ে ওঠেনি। নৌসেনার তরফে জানানো হয়েছে, ২০২০ সালের নভেম্বর মাসেই রণতরীটি বেসিন ট্রায়াল সম্পন্ন করে। তারপরও বেশ কিছু কাজ ছিল রণতরীতে।

আরও পড়ুন:কেএলও-র নাম করে হুমকি-চিঠি: এফআইআর দায়ের করল তৃণমূল

উল্লেখ্য, এই যুদ্ধজাহাজটির প্রথম পরিকল্পনা করা হয়েছিল ১৯৮৯ সালে। কিন্তু তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী জর্জ ফার্নান্ডিস এই প্রকল্পের জন্য প্রয়োজনীয় আর্থিক সংস্থান করে উঠতে পারেননি। বিভিন্ন কারণে আটকে ছিল প্রকল্পটি। প্রায় ১০ বছর পরে প্রকল্পের কাজ নতুন করে পরিকল্পনা হয়েছিল। ২০০৯ সালে প্রকল্পের কাজে গতি আসে। সেই সময় পরিকল্পনা করা হয়েছিল ২০১১ সালে এটি ডক থেকে চালু করা হবে। তবে ২০১৩ সালে এই প্রকল্পের কাজ চালু হয়। ইন্ডিয়ান নেভির নোভাল ডাইরেক্টর অব নোভাল ডিজাইনার ডিজাইন করেছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক এই যুদ্ধজাহাজ। প্রসঙ্গত, এতদিন দেশের একমাত্র বিমানবাহী রণতরী ছিল আইএনএস বিক্রমাদিত্য। যা রাশিয়া থেকে কেনে ভারত।

 

spot_img

Related articles

৪৯৭ পেয়ে উচ্চমাধ্যমিকে প্রথম বর্ধমানের রূপায়ণ, চতুর্থ স্থানাধিকারী সৃজিতা মেয়েদের মধ্যে সেরা

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিক ২০২৫ এর ফলাফল। পাশের হারের নিরিখে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর (East Midnapore)। দ্বিতীয় স্থানে...

উচ্চ মাধ্যমিকে পাশের হার ৯০.৭৯ শতাংশ, এগিয়ে ছাত্ররা! শুভেচ্ছা শিক্ষামন্ত্রীর 

২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার (Higher Secondary Result 2025) ফল প্রকাশিত হল। চলতি বছর পাশের হার ৯০.৭৯ শতাংশ। সোশ্যাল...

যুদ্ধ নয়, লক্ষ্য স্থির করে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার তথ্য পেশ দুই মহিলা সেনাকর্তার

কেন পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে হামলা তা নিয়ে কোনও ব্যাখ্যারই প্রয়োজন নেই। কিন্তু যারা প্রশ্ন তুলছেন হামলার ধরণ নিয়ে...

SSC নিয়ে আদালত অবমাননার মামলা গ্রহণ করল না কলকাতা হাইকোর্ট

২৬ হাজার চাকরি বাতিল মামলায় চাকরিহারাদের বেতন ফেরানোর সুপ্রিম নির্দেশ কার্যকরী হচ্ছে না অভিযোগ করে আদালত অবমাননার মামলা...