Tuesday, November 4, 2025

ইজরায়েলি দূতাবাসের সামনে বিস্ফোরণের ঘটনায় লাদাখ থেকে গ্রেফতার ৪ পড়ুয়া

Date:

দিল্লিতে(Delhi) ইজরায়েলের দূতাবাসের(Israel embassy) সামনে বিস্ফোরণের ঘটনায় অবশেষে চারজনকে গ্রেফতার করল পুলিশ। এই চারজনই লাদাখের(Ladakh) ছাত্র বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার সন্ধেয় দিল্লি পুলিশ স্পেশাল সেল গ্রেফতার করে এই চারজনকে। যদিও তাদের নাম এখনো প্রকাশ্যে আনা হয়নি। জানা গিয়েছে, সিসিটিভি ফুটেজের সূত্র ধরে দুই সন্দেহভাজনের হদিস পায় পুলিশ। এরপর ওই দুই সন্দেহভাজনের হদিস দিতে পারলে ১০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয় পুলিশের তরফে। তবে ধৃতরা সন্দেহভাজনদের মধ্যে কেউ কিনা তা নিয়ে যথেষ্ট ধোঁয়াশা রয়েছে।

উল্লেখ্য, ইজরাইলি দূতাবাসের বাইরে বিস্ফোরণের ঘটনায় এনআইএ ষড়যন্ত্রের মামলা দায়ের করেছিল। পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল। দিল্লি পুলিশ সূত্রের খবর, সিসিটিভি ফুটেজের সূত্র ধরেই কারগিল থেকে ওই চার পড়ুয়াকে গ্রেফতার করা হয়। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এদিকে দূতাবাসে বিস্ফোরণের ঘটনায় লাদাখের পড়ুয়ার যোগ নিয়ে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও পড়ুন:বাড়ির অমতে বিয়ে, দিল্লিতে দম্পতিকে গুলি করল দুষ্কৃতীরা

প্রসঙ্গত, গত ২৯ জানুয়ারি দিল্লিতে অবস্থিত ঈশ্রায়েলি দূতাবাসের সামনে বড়সড় বিস্ফোরণের ঘটনা ঘটে। দূতাবাস থেকে মাত্র ৫০ মিটার দূরে জিন্দাল হাউসের সামনে ঘটে বিস্ফোরণটি। প্রাথমিকভাবে জানা যায়, এই বিস্ফোরক কিতে অ্যামোনিয়াম নাইট্রেট ছিল। অত্যন্ত প্রশিক্ষিত চর বা কমান্ডো ট্রেনিং প্রাপ্ত না হলে এমন বিস্ফোরক তৈরি করা সম্ভব নয়। একইসঙ্গে এই ঘটনায় ইরানের হাত থাকার সন্দেহ করা হচ্ছে। তাই NIA-এর কাছ থেকে এই বিস্ফোরণ সংক্রান্ত সমস্ত তথ্য নিয়েছে মোসাদ।

 

Related articles

বিলাসপুরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় শোকাহত পরিবারের প্রতি সমবেদনা-আহতদের দ্রুত আরোগ্য কামনা অভিষেকের

ছত্তিশগড়ের বিলাসপুরে ট্রেন দুর্ঘটনায় (Train Accident) মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়...

বিশ্বকাপ জিতেই গিটার হাতে তৈরি জেমাইমা, কাকে দিলেন গান গাওয়ার প্রস্তাব?

ব্যাট হাতে রান তুলতে যেমন দক্ষ তেমনই গিটারের সুরেও সমান সাবলীল জেমাইমা রদ্রিগেজ(Jemimah Rodrigues )।  বিশ্বকাপ জিতেছে  গিটার...

প্লেনের টিকিট কাটার ৪৮ ঘণ্টার মধ্যে ভাবুন! বেঁচে যেতে পারে টিকিটের টাকা

বিমানে চাপার দুর্ভোগ নিয়ে অভিযোগে জেরবার ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন। বিমানযাত্রীদের থেকে অভিযোগ গ্রহণ করতে বাধ্য হয়েছে...

বিচার বিভাগের নতুন প্রকল্পে ব্যয়ের সীমা বাড়াল রাজ্য 

রাজ্যের বিচার ব্যবস্থার উন্নয়নমূলক প্রকল্পগুলিতে ব্যয় করার ক্ষেত্রে আরও স্বাধীনতা পেল আইন ও বিচার দফতর। অর্থ দফতরের একটি...
Exit mobile version