পাল্টা সওয়ালে থমকে গেলেন মিঠুন চক্রবর্তীর আইনজীবী

হাইকোর্টে পাল্টা সওয়ালে কার্যত থমকেই গেলেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর আইনজীবী মহেশ জেঠমালানি৷

রাজ্যে বিধানসভা ভোটের প্রচারের সময় বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী সিনেমার সংলাপ ব্যবহার করে রাজ্যে হিংসায় প্ররোচনা দিয়েছেন, এই অভিযোগ তুলে মানিকতলা থানায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেন উত্তর কলকাতার যুব তৃণমূল নেতা মৃত্যুঞ্জয় পাল৷ এই মামলাটি খারিজের আর্জি নিয়ে হাইকোর্টে আবেদন করেন মিঠুন চক্রবর্তী।

শুক্রবার বিচারপতি কৌশিক চন্দের এজলাসে মিঠুন চক্রবর্তীর রুজু করা ওই মামলার শুনানিতে তাঁর আইনজীবী মহেশ জেঠমালানি বেশ জোরালো সুরেই বলার চেষ্টা করেছিলেন, “ফিল্ম সেন্সর বোর্ড তো এই সব Dialogue বা সংলাপে অনুমোদন দিয়েছে৷”

জেঠমালানির বক্তব্যের জবাবে সঙ্গে সঙ্গেই মৃত্যুঞ্জয় পালের আইনজীবী অয়ন চক্রবর্তী আদালতে জোরালো সওয়ালে বলেন, “এটা কোনও যুক্তিই নয়৷ ফিল্ম সেন্সর বোর্ড ওই সব সংলাপে অনুমোদন দিয়েছে শুধুমাত্র সিনেমায় ব্যবহারের জন্য৷ বাস্তব জীবনে ব্যবহার করার জন্য নয়৷ অথচ মিঠুন চক্রবর্তী বিজেপি’র মঞ্চে এই ধরনের সংলাপ ব্যবহার করে হিংসায় প্ররোচনা দিয়েছেন৷ হিংসায় প্ররোচনা দেওয়া শাস্তিযোগ্য অপরাধ৷” আইনজীবী অয়ন চক্রবর্তী এর পরেই বলেন “চলচ্চিত্রে তো ধর্ষনের দৃশ্যেরও ছাড়পত্র সেন্সর বোর্ড দেয়৷ এই যুক্তি গ্রহণ করা হলে তো বাস্তবের ধর্ষনও অপরাধ হিসাবে বিবেচিত হবে না৷ এটাও তাহলে জানানো হোক”৷

আরও পড়ুন:ভুয়ো IAS দেবাঞ্জনের বিরুদ্ধে FIR দায়ের লাভলি মৈত্র, শান্তনু সেনের

এদিন বিচারপতি কৌশিক চন্দ’র এক প্রশ্নের উত্তরে রাজ্যের কৌঁসুলি শাশ্বত গোপাল মুখোপাধ্যায় জানান, ‘আগামী সপ্তাহে মিঠুন চক্রবর্তীকে তৃতীয় দফায় জিঞ্জাসাবাদ করবে
তদন্তকারী আধিকারিকরা৷ এ সংক্রান্ত নোটিশও দেওয়া হয়েছে’। তিনি জানান, ‘ইতিমধ্যেই ভার্চুয়ালি দু’বার মিঠুন চক্রবর্তীর বক্তব্য নেওয়া হয়েছে।’

প্রসঙ্গত, গত ১১ জুন এই অভিযোগের তদন্তে পুলিশকে সহযোগিতা করার জন্য মিঠুন চক্রবর্তীকে নির্দেশ দেয় হাইকোর্ট। পাশাপাশি জানায়, করোনা- পরিস্থিতিতে তাঁর সশরীরে হাজির হওয়ার কোনও প্রয়োজন নেই। হাইকোর্টের নির্দেশ, প্রয়োজনে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে তদন্তকারী আধিকারিকরা করতে পারবেন জিজ্ঞাসাবাদ। এই নির্দেশের পর মানিকতলা থানা ভার্চুয়ালি দু’ দফায় জিজ্ঞাসাবাদ করে মিঠুন চক্রবর্তীকে৷ এবার তৃতীয় বারের জন্য জেরার মুখে পড়তে চলেছেন মিঠুন চক্রবর্তী৷ হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানি আগামী বুধবার৷

 

Previous articleইংল‍্যান্ডের বিরুদ্ধে নামার আগে দুটি প্রস্তুতি ম‍্যাচ খেলতে ইসিবির কাছে আবেদন বিসিসিআইয়ের 
Next articleভাইরাল মৌলবির ফতোয়া : ফেসবুকে ‘হাহা’ ইমোজি দেওয়া পাপ!