Sunday, August 24, 2025

দ্বিতীয় ঢেউয়ের (second wave of Corona) মতো তৃতীয় ঢেউ (third wave) অত বড় আকারের না হলেও তার রূপ হবে ভয়ংকর। দাবি ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চের (Indian council of medical research)। প্রথম ও দ্বিতীয় ঢেউ তুলনা করে গাণিতিক মডেলের ভিত্তিতে এই অনুমান করছে আইসিএমআর। যদিও তৃতীয় ঢেউ যে প্রথম এবং দ্বিতীয়কে ছাপিয়ে যাবে না, সে বিষয়ে এখনই নিশ্চিত সম্ভব নয়। কারণ বেশ কয়েকটি শর্তের ওপর নির্ভর করছে এটি। কোনও একটি ক্ষেত্রে শিথিলতা বা গাফিলতি থাকলে তা মারত্মক হয়ে যেতে পারে।

জানা গিয়েছে তৃতীয় ঢেউয়ে নতুন কোনও ভ্যারিয়েন্ট (new variant) আসতে পারে। যা অতি সংক্রামক। তার ক্ষতিকর প্রভাব সাংঘাতিক বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, তৃতীয় ঢেউকে প্রভাবিত করতে পারে করোনার ডেল্টা প্লাস স্ট্রেন (delta plus screen)। তবে লকডাউন ও টিকাকরণের মাত্রা যদি সঠিক হয়, তাহলে তৃতীয় ঢেউ অনেকাংশেই কমানো সম্ভব হবে। অন্তত তেমনটাই মনে করছে আইসিএমআরের চিকিৎসকরা।

 

বিজ্ঞানীদের মতে, করোনার তৃতীয় ঢেউয়ের তীব্রতা প্রধানত তিনটি বিষয়ের উপর নির্ভরশীল। এক, মানুষের সচেতনতা। দুই স্বাস্থ্য এবং চিকিৎসা পরিকাঠামো। তিন প্রত্যেকের টিকাকরণ। আইসিএমআরের মতে, করোনাবিধি কঠোর এবং ঠিকভাবে পালন। স্যানিটাইজার ও মাস্কের সঠিক ও নিয়ম অনুযায়ী ব্যবহার। তৃতীয় ঢেউতে বেশি আক্রান্ত হতে পারে কমবয়সীরা। সেইসঙ্গে শিশুদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রবল।

 

কোনও প্রমাণ না থাকলেও একাধিক বিশেষজ্ঞের এমন মত। তাই ইতিমধ্যেই দেশের একাধিক রাজ্য সেইমতো পরিকল্পনামাফিক স্বাস্থ্য পরিকাঠামো ঢেলে সাজানোর কাজ শুরু করেছে। উন্নত স্বাস্থ্য পরিকাঠামো তৃতীয় ঢেউকে অনেকটাই প্রশমিত করতে পারবে বলে মত বিশেষজ্ঞদের। ব্রিটেনের উদাহরণ বলছে, করোনা টিকা ডেল্টা প্লাসের বিরুদ্ধেও কাজ করছে। টিকার দু’টি ডোজ় নেওয়া থাকলে অনেকাংশেই কম প্রভাব পড়ছে। তাই কেন্দ্র দ্রুত টিকাকরণের যে লক্ষ্যমাত্রা নিয়েছে, তা পূরণ করতে পারলেই তৃতীয় ঢেউ অনেকাংশে সামলানো যাবে বলে মত গবেষকদের।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version