ভোট-পরবর্তী হিংসার বিরুদ্ধে সরব হয়ে পথে নেমে ছিলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক(MLA) নওশাদ সিদ্দিকী(Naushad Siddiqui) ও তার সঙ্গীরা। বেআইনিভাবে ওই বিক্ষোভের জেরে বিধায়ক সহ একাধিক জনকে আটক করল পুলিশ(Police)। বর্তমানে তাদের লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যাচ্ছে পুলিশ সূত্রে।
জানা গিয়েছে, দিল্লিতে কৃষক আন্দোলনকে সমর্থন, ভোট-পরবর্তী হিংসা সহ একাধিক ইস্যুতে শনিবার বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি ছিল বাম জোট শরিক আইএসএফের। সেইমতো এদিন সকালে ধর্মতলায় কাছে গান্ধী মূর্তি পাদদেশে সামিল হন বিক্ষোভকারীরা। বিক্ষোভের নেতৃত্বে ছিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। কিন্তু অনুমতি ছাড়া গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভরত আইএসএফ কর্মী-সমর্থকদের আটক করে পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছে বিনা অনুমতিতে বিক্ষোভ করার জন্যই তাদের আটক করা হয়েছে।
আরও পড়ুন:বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, ৩দিন বন্ধ সোনারপুর-রাজপুরের বাজার
আটক হওয়ার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নওশাদ বলেন, ‘ভোটের পর থেকেই গোটা বাংলায় হিংসার পরিবেশ তৈরি হয়েছে। যা কিছুতেই মেনে নেওয়া যায় না। সেই কারণেই আমরা প্রতিবাদে শামিল হয়েছিলাম। কিন্তু আমাদের কর্মসূচি শুরুর আগেই তা বন্ধ করে দেওয়ার চেষ্টা হল।’