আজ পূর্ণিমার ভরা কোটাল, দিনভর বৃষ্টির পূর্বাভাস, সমুদ্রে জলোচ্ছ্বাসের সম্ভাবনা

আজ পূর্ণিমার কোটাল। রাজ্যজুড়ে রয়েছে দিনভর প্রবল বৃষ্টির সম্ভাবনা (possibilities of heavy rainfall in West Bengal ) । সেইসঙ্গে সমুদ্রে জলোচ্ছ্বাসের সম্ভাবনা আছে। ফলে মহানগর আজ নতুন করে জলমগ্ন হতে পারে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে,(Alipur weather office) গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর মৌসুমী অক্ষরেখা বিস্তৃত। এই অক্ষরেখার বিস্তার উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।  এর প্রভাবেই আগামী কয়েকদিন রাজ্যজুড়ে বৃষ্টি হবে। স্থানভেদে মাঝারি থেকে ভারি এবং অতি ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । জানা গিয়েছে আগামী সপ্তাহের গোটাটাই বৃষ্টি হতে পারে রাজ্যে। অতি ভারি বৃষ্টির সম্ভাবনা আছে মুর্শিদাবাদ ও বীরভূমে। বাদ যাবে না উত্তরবঙ্গ । সেখানেও ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

এর পাশাপাশি আজ শনিবার পূর্ণিমা এবং ভরা কোটাল। সমুদ্রের জলোচ্ছাসের প্রবল সম্ভাবনা। জানা গিয়েছে থেকে ১৫ থেকে ১৬ ফুট উঁচু ঢেউ উঠতে পারে আজ। তাই জলোচ্ছ্বাসের জেরে নতুন করে গ্রামাঞ্চলে এবং জেলাগুলি প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। নদী তীরের বাসিন্দাদের ইতিমধ্যেই সাবধান করা হয়েছে। বিপদ সীমার মধ্যে বসবাসকারী বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করেছে প্রশাসন। ইতিমধ্যেই বানের জল ঢুকতে শুরু করেছে গঙ্গা রূপনারায়ণ নদীতে। ফলে জলস্তর বাড়তে শুরু করেছে । জেলা এবং রাজ্য প্রশাসন সূত্রে জানানো হয়েছে, বিপর্যয় মোকাবিলায় পুরোপুরি প্রস্তুত রয়েছে প্রশাসন।

Previous articleব্রেকফাস্ট স্পোর্টস
Next articleভুয়ো ক্যাম্পে ভ্যাকসিন গ্রহীতাদের আজ স্বাস্থ্য পরীক্ষা করবে পুরসভা