শুধু রামমন্দির (Ram Mandir) নয়, রাম জন্মভূমি অযোধ্যার (Ayodhya) আধুনিকীকরণের (modernization) কাজ চলছে। আর সেই কাজ কতটা কী এগলো, কোথায় থমকে গিয়েছে সেসব নিয়ে পর্যালোচনা করতে শনিবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে( chief minister of Uttar Pradesh Yogi Adityanath) নিয়ে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (prime minister Narendra Modi)।
গত কয়েক বছর ধরেই অযোধ্যার আধুনিকীকরণ, সড়ক, রেলপথ, বিমানবন্দর ও পরিকাঠামোগত বিবিধ উন্নয়নের পরিকল্পনা চলছে। চলতি বছরের ফেব্রুয়ারিতেই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছিলেন, অযোধ্যায় আন্তর্জাতিক বিমানবন্দর গড়ে তোলার পরিকল্পনায় চূড়ান্ত অনুমতি দিয়েছে কেন্দ্র সরকার।
করোনা আবহে এখন রাজধানীতে বসেই গোটা দেশের উন্নয়নের উপর কড়া নজর রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মো দি (Narendra Modi)। অযোধ্যায় প্রস্তাবিত উন্নয়নের কাজ কতদূর এগোল, তা জানতে এ দিন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ(Yogi Adityanath)-র সঙ্গে ভার্চুয়াল বৈঠকে কথা বললেন প্রধানমন্ত্রী। তিনি বলেেন, “অযোধ্যায় আন্তর্জাতিক বিমানবন্দর তৈরির যে প্রস্তাব দিয়েছিল উত্তর প্রদেশ সরকার, তাতে অনুমতি দিয়েছে কেন্দ্র। রাজ্য সরকারের তরফে জেলা প্রশাসনকে এই কাজের জন্য এক হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়াও কেন্দ্রের তরফে ২৫০ কোটি টাকা দেওয়া হবে।”
প্রধানমন্ত্রীর দফতর সূত্রে খবর, এ দিন বিমানবন্দর, সড়ক ও রেলপথ সহ জেলার সামগ্রিক উন্নয়নের হাল-হকিকত জানতে চান মোদি। আগামী বছরই উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচন। তার আগে পরিকাঠামো উন্নয়ন ও পরিষেবার ব্যাপারে ১০০ শতাংশ কাজ সেরে ফেলাকে অগ্রাধিকার দিচ্ছে কেন্দ্র। ইতিমধ্যেই করোনাকালে গঙ্গায় মৃতদেহ ভেসে ওঠা থেকে শুরু করে সামগ্রিক করোনা পরিস্থিতির মোকাবিলায় যোগী সরকারের নানা গাফিলতিতে বিজেপির ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী কে হবেন, তা নিয়েও জল্পনা শুরু হয়েছিল। পরে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ঘনঘন বৈঠকের পর পারস্পারিক সম্পর্কে উন্নতি হয়েছে।