Sunday, August 24, 2025

বিপদে মানুষের পাশে দাঁড়াতে এবার “ক্যুইক রেসপন্স টিম” তৈরির ভাবনা সায়িনীর

Date:

বিধানসভা ভোটের (Assembly Election) আগে উল্কার মতো রাজনীতিতে উত্থান। তারপর দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ইচ্ছায় আসানসোল দক্ষিণে (Asansol Dakshin) তৃণমূলের ( TMC) প্রতীকে ভোটে দাঁড়ানো। দুর্দান্ত লড়াই দিয়েও শেষ পর্যন্ত জেতা হয়নি। তবে পরাজয়ের গ্লানিকে দূরে সরিয়ে মানুষের দুর্যোগের দিনে কলকাতা থেকে কলকাতা থেকে আসানসোল ছুটে গিয়েছেন সায়নী ঘোষ (Sayani Ghosh)। দাঁড়িয়েছেন মানুষের পাশে। অভিনেত্রী থেকে প্রকৃত অর্থে হয়ে উঠেছেন নেত্রী।

 

তবে ভোটের ফলাফল যাইহোক না কেন, সায়নীর উপর ভরসা রেখে তাঁকে দলের যুব সভানেত্রীর দায়িত্ব তুলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। দায়িত্ব নেওয়ার পর থেকেই রোজ নিয়ম করে তৃণমূল ভবনে গিয়ে সংগঠনের কাজ করছেন টলি অভিনেত্রী।

 

বিধায়ক, জনপ্রতিনিধি না হয়েও মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করা যায়, সেই পাঠ দিচ্ছেন দলের যুব সম্প্রদায়কে। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় করোনা মহামারি ও প্রাকৃতিক বিপর্যয়ের দিনে মানুষকে আরও বেশি পরিষেবা দিতে চাইছে সায়নী ঘোষের নেতৃত্বাধীন শাসক দলের যুব সংগঠন। সেই লক্ষ্যেই জেলায় জেলায়, ব্লকে ব্লকে “ক্যুইক রেসপন্স টিম” (Week Response Team) বানানোর পরিকল্পনা করেছেন তৃণমূল যুব কংগ্রেসের নয়া রাজ্য সভানেত্রী সায়নী। ইতিমধ্যেই জেলা সফর শুরু করেছেন সায়নী। সময়, পরিস্থিতি বুঝে সমস্ত জেলায় যাবেন তিনি। যুব সংগঠনকে আরও শক্তিশালী ও মজবুত করে বদ্ধ পরিকর তিনি।

 

শুধু রাজনীতির পাঠ দেওয়া নেওয়াই নয়, সায়নী ঘোষের নেতৃত্বে রাজ্যের সব জেলাতেই যুব সংগঠনের কর্মীদের নিয়ে ওই বিশেষ টিম তৈরি করা হবে। তাঁদের কাছে থাকবে ঝড়, জল, বন্যায় কাজ করার প্রশিক্ষণ। ত্রাণ থেকে শুরু করে বিপদগ্রস্ত মানুষকে উদ্ধার—সব কাজে সর্বদা প্রস্তুত থাকবে তাঁরা। সাম্প্রতিককালে একাধিক প্রাকৃতিক বিপর্যয়ের পরেই বিষয়টি নেতৃত্বের মাথায় আসে। ইতিমধ্যে হুগলির আরামবাগ ও দক্ষিণ ২৪ পরগনার নামখানায় প্রাথমিকভাবে কাজ শুরু করেছে ওই টিম। বিপদে-আপদে দুর্যোগে থাকা মানুষের পাশে যত দ্রুত সম্ভব পৌঁছে যাওয়া যায়, তার জন্য সমস্তরকম বন্দোবস্ত করা হবে দলের তরফ থেকে।

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version