রবিনসন স্ট্রিটকাণ্ডের ছায়া এবার ট্যাংরায়। তিন-চার দিন ধরে মায়ের পচাগলা দেহ আগলে রাখলেন মেয়ে।
ট্যাংরার শীল লেনের বাড়িতে ৭১ বছরের কৃষ্ণা দাসকে নিয়ে থাকতেন মেয়ে বছর চল্লিশের সোমা দাস। শনিবার দুপুর থেকেই ওই বাড়ি থেকে দুর্গন্ধ বের হতে শুরু করে। এনিয়ে বাসিন্দাদের মধ্যে নানা সন্দেহ দানা বাঁধে। পুলিশেও খবর দেওয়া হয়। পুলিশ বাড়িতে ঢোকে। এরপরই বাড়ির একটি ঘর থেকে উদ্ধার হয় মায়ের দেহ। মৃতের নাম কৃষ্ণা দাস। মাটিতে অসুস্থ অবস্থায় শুয়ে ছিলেন সোমা দাস। মৃতদেহ উদ্ধার করে NRS হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। মৃতার মেয়েরও চিকিৎসার ব্যাবস্থা করা হয়। প্রতিবেশীদের বক্তব্য কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন সোমা দাস। এই ঘটনা ফের উস্কে দিল ২০১৫ সালের রবিনসন কাণ্ডের ঘটনা। সেখানে বৃদ্ধ বাবা ও দিদির মৃতদেহ আগলে বসে ছিলেন পার্থ দে নামে এক ব্যক্তি।
আরও পড়ুন- দেবাঞ্জন প্রতারণা করেছেন তার সংস্থার কর্মীর সঙ্গে! একই নালিশ গৃহশিক্ষকেরও