Friday, December 5, 2025

কোভিডের আবহে ধুঁকছে চন্দ্রকোণার তাঁত ও কাঁসা শিল্প

Date:

Share post:

পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা-১ ব্লকের রামজীবনপুর পৌরসভা ৷ পৌর এলাকার ১ থেকে ৫ নম্বর ওয়ার্ডে কয়েকশো তাঁতি পরিবারের ৷ হাতে টানা তাঁতের কল টেনেই শাড়ি তৈরি করেন শিল্পীরা ৷  কিন্তু অতি মারি পরিস্থিতিতে বদলে গেছে পুরো চিত্রটাই।
শিল্পীরা জানিয়েছেন, মহাজনের কাছ থেকে টাকা নিয়ে অথবা সুতো কিনে শাড়ি তৈরি করতেন তাঁরা ৷ আসলে কোভিড পরিস্থিতিতে হাত গুটিয়ে নিয়েছেন মহাজনরা ৷ মিলছে না প্রয়োজন মাফিক টাকা ৷ বেড়েছে সুতোর দামও ৷ ফলে অতিরিক্ত টাকায় সুতো কিনে শাড়ি বুনতে পারছেন না তাঁতিরা ৷ এর জেরে কার্যত বন্ধ হওয়ার মুখে এলাকার শতাব্দী প্রাচীন কুটির শিল্প ৷
তাঁদের অধিকাংশেরই অন্য কোনও কাজ জানা নেই ৷ কিন্তু বর্তমানে এঁদের অনেকেই সংসার চালাতে অচেনা কাজে অভ্যস্ত হওয়ার চেষ্টা করছেন ৷
দুরবস্থার একই ছবি দেখা যাচ্ছে কাঁসা শিল্পেও ৷ পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডে বেশ কিছু ছোট ছোট কারখানা রয়েছে ৷ সেখানে বাসন-সহ অন্য়ান্য সামগ্রী তৈরি করেন কাঁসাশিল্পীরা ৷ করোনার দাপট ও লকডাউনের জেরে ধুঁকছে সেই শিল্পও ৷ শিল্পীরা জানাচ্ছেন, একদিকে মাটির অভাব, অন্যদিকে ক্রমশ নিম্নমুখী চাহিদা পরিস্থিতি জটিল করে তুলেছে ৷

রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প দফতরের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাত গত শুক্রবার রামজীবনপুরের তাঁত ও কাঁসা শিল্পীদের সঙ্গে দেখা করেন ৷ পৌঁছে যান দরিদ্র শিল্পীদের দরজায় ৷ শোনেন তাঁদের অভাব, অভিযোগ ৷ আশ্বাস দেন সহযোগিতার ৷

পৌর প্রশাসক নির্মল চৌধুরী জানিয়েছেন, এলাকার যুবদের নিয়ে প্রয়োজনে একটি বিশেষ দল গঠন করা হবে ৷ তাঁদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করবে সরকার ৷ প্রযুক্তির ব্যবহার করে বাড়ানো হবে উৎপাদন ৷ তাতে আয় বাড়বে তাঁত ও কাঁসা শিল্পীদের ৷ যুব সম্প্রদায়েরও তখন এই দুই শিল্পের প্রতি আগ্রহ বাড়বে ৷

spot_img

Related articles

কুণালে হাত ধরে ‘অরণ্যবহ্নি রানি শিরোমণি’ বইয়ের প্রচ্ছদ প্রকাশ

তাঁর লেখা 'রানি সাহেবা' বইয়ের মাধ্যমে চুয়াড় বিদ্রোহের নেত্রী রানি শিরোমণিকে আবার পাদপ্রদীপের নিয়ে এসেছিলেন প্রাক্তন সাংসদ তথা...

বাংলা সম্পর্কে সংসদে অসত্য বলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী! তীব্র ধিক্কার দোলাদের

রাজ্যসভায় সেন্ট্রাল এক্সাইজ অ্যামেন্ডমেন্ট বিলের উপর আলোচনার শেষে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বক্তব্য ঘিরে তুমুল বিতর্কের সৃষ্টি হল।...

সন্দেশখালি কাণ্ডে আরও চাপে শেখ শাহজাহান! হাইকোর্টে বিস্ফোরক রিপোর্ট সিবিআইয়ের

আরও বিপাকে সন্দেশখালির শেখ শাহজাহান ও তাঁর ঘনিষ্ঠরা। কলকাতা হাইকোর্টে জমা দেওয়া সিবিআই–এর সর্বশেষ অনুসন্ধানী রিপোর্টে দাবি করা...

আর জি কর চিকিৎসক অনিকেত মামলায় নতুন মোড়! সুপ্রিম কোর্টে রাজ্যের এসএলপি

আর জি কর মেডিক্যাল কলেজের চিকিৎসক ডাঃ অনিকেত মাহাতোর যোগদান সংক্রান্ত মামলায় নয়া মোড়। আগামী ৮ই ডিসেম্বর এই...