Sunday, November 9, 2025

বিন্দলের অপসারণ চেয়ে সুপ্রিম কোর্টে চিঠি নিয়ে বিজেপির সুরেই প্রতিবাদ বিকাশ ভট্টাচার্যের

Date:

কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির অপসারণ চেয়ে সুপ্রিম কোর্টকে চিঠি দিয়েছে রাজ্য বার কাউন্সিল৷ আর এই চিঠির বিরোধিতায় বিজেপির সুরে প্রতিবাদ জানালেন সিপিএম সাংসদ বিকাশ ভট্টাচার্য৷

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিকাশ ভট্টাচার্য বলেছেন, হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির অপসারণ চেয়ে সুপ্রিম কোর্টকে চিঠি লেখার কোনও এক্তিয়ার রাজ্য বার কাউন্সিলের নেই। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে বিকাশ ভট্টাচার্য অনুরোধ করেছেন, এই চিঠি লেখার জন্য এখনই রাজ্য বার কাউন্সিলর চেয়ারম্যান অশোক দেবের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা করুক সুপ্রিম কোর্ট৷

বিকাশের এই পোস্ট এবং দাবি নিয়ে পাল্টা সরব হয়েছেন আইনজীবীদের একাংশ৷ তাঁদের বক্তব্য, “বাংলায় যে রাম-বাম জোট চলছে, তা এবার স্পষ্ট হয়েছে৷ বিকাশ ভট্টাচার্য তথা সিপিএমের মুখোশ খুলে গেলো৷ সিপিএম যে এ রাজ্যে বিজেপির দালালি করছে তা আরও একবার সামনে এলো৷ যে কথা বিজেপি বলছে, সে কথাই শোনা যাচ্ছে বাম সাংসদের গলায়৷”
প্রসঙ্গত, রবিবার সন্ধ্যায় হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির অপসারণ চেয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রামান্নাকে চিঠি পাঠিয়েছেন রাজ্য বার কাউন্সিলের চেয়ারম্যান আইনজীবী অশোক দেব। চিঠিতে তিনি লিখেছেন, কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দলের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে৷ একাধিক মামলায় তাঁর কিছু সিদ্ধান্ত ক্ষুন্ন করছে হাইকোর্টের মর্যাদা৷ তাই তাঁকে অপসারণের দাবি জানাচ্ছে বার কাউন্সিল। এ প্রসঙ্গে নারদ মামলা, নন্দীগ্রাম-পুণর্গণনা মামলার উল্লেখও করেছেন তিনি।

এরপরই রাজ্যের বার কাউন্সিলের এই পদক্ষেপের বিরোধিতায় নেমেছেন কংগ্রেসের সমর্থনে সিপিএম সাংসদ হওয়া বিকাশ ভট্টাচার্য। বিকাশের বক্তব্য, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে এ ধরনের কোনও চিঠি লেখার এক্তিয়ার নেই বার কাউন্সিলের চেয়ারম্যানের৷ দেশের প্রধান বিচারপতির কাছে বিকাশ ভট্টাচার্যের অনুরোধ, অশোক দেবের বিরুদ্ধে যেন সুয়ো মোটো বা স্বতঃপ্রণোদিত মামলা করা হয় সুপ্রিম কোর্টের তরফে।

Related articles

KIFF: রবিবাসরীয় ফিল্মোৎসবে হলিউড ক্লাসিক ‘ব্লু ভেলভেট’ দেখার সুযোগ, দুপুরে ফেলুদার নস্টালজিয়া!

দেখতে দেখতে তিন দিন পার, উদ্বোধনের দিনটাকে হিসেবের মধ্যে ধরলে আজ ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (31st...

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...
Exit mobile version