Tuesday, August 26, 2025

বিন্দলের অপসারণ চেয়ে সুপ্রিম কোর্টে চিঠি নিয়ে বিজেপির সুরেই প্রতিবাদ বিকাশ ভট্টাচার্যের

Date:

কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির অপসারণ চেয়ে সুপ্রিম কোর্টকে চিঠি দিয়েছে রাজ্য বার কাউন্সিল৷ আর এই চিঠির বিরোধিতায় বিজেপির সুরে প্রতিবাদ জানালেন সিপিএম সাংসদ বিকাশ ভট্টাচার্য৷

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিকাশ ভট্টাচার্য বলেছেন, হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির অপসারণ চেয়ে সুপ্রিম কোর্টকে চিঠি লেখার কোনও এক্তিয়ার রাজ্য বার কাউন্সিলের নেই। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে বিকাশ ভট্টাচার্য অনুরোধ করেছেন, এই চিঠি লেখার জন্য এখনই রাজ্য বার কাউন্সিলর চেয়ারম্যান অশোক দেবের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা করুক সুপ্রিম কোর্ট৷

বিকাশের এই পোস্ট এবং দাবি নিয়ে পাল্টা সরব হয়েছেন আইনজীবীদের একাংশ৷ তাঁদের বক্তব্য, “বাংলায় যে রাম-বাম জোট চলছে, তা এবার স্পষ্ট হয়েছে৷ বিকাশ ভট্টাচার্য তথা সিপিএমের মুখোশ খুলে গেলো৷ সিপিএম যে এ রাজ্যে বিজেপির দালালি করছে তা আরও একবার সামনে এলো৷ যে কথা বিজেপি বলছে, সে কথাই শোনা যাচ্ছে বাম সাংসদের গলায়৷”
প্রসঙ্গত, রবিবার সন্ধ্যায় হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির অপসারণ চেয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রামান্নাকে চিঠি পাঠিয়েছেন রাজ্য বার কাউন্সিলের চেয়ারম্যান আইনজীবী অশোক দেব। চিঠিতে তিনি লিখেছেন, কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দলের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে৷ একাধিক মামলায় তাঁর কিছু সিদ্ধান্ত ক্ষুন্ন করছে হাইকোর্টের মর্যাদা৷ তাই তাঁকে অপসারণের দাবি জানাচ্ছে বার কাউন্সিল। এ প্রসঙ্গে নারদ মামলা, নন্দীগ্রাম-পুণর্গণনা মামলার উল্লেখও করেছেন তিনি।

এরপরই রাজ্যের বার কাউন্সিলের এই পদক্ষেপের বিরোধিতায় নেমেছেন কংগ্রেসের সমর্থনে সিপিএম সাংসদ হওয়া বিকাশ ভট্টাচার্য। বিকাশের বক্তব্য, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে এ ধরনের কোনও চিঠি লেখার এক্তিয়ার নেই বার কাউন্সিলের চেয়ারম্যানের৷ দেশের প্রধান বিচারপতির কাছে বিকাশ ভট্টাচার্যের অনুরোধ, অশোক দেবের বিরুদ্ধে যেন সুয়ো মোটো বা স্বতঃপ্রণোদিত মামলা করা হয় সুপ্রিম কোর্টের তরফে।

Related articles

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...
Exit mobile version