Tuesday, November 11, 2025

বিন্দলের অপসারণ চেয়ে সুপ্রিম কোর্টে চিঠি নিয়ে বিজেপির সুরেই প্রতিবাদ বিকাশ ভট্টাচার্যের

Date:

কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির অপসারণ চেয়ে সুপ্রিম কোর্টকে চিঠি দিয়েছে রাজ্য বার কাউন্সিল৷ আর এই চিঠির বিরোধিতায় বিজেপির সুরে প্রতিবাদ জানালেন সিপিএম সাংসদ বিকাশ ভট্টাচার্য৷

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিকাশ ভট্টাচার্য বলেছেন, হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির অপসারণ চেয়ে সুপ্রিম কোর্টকে চিঠি লেখার কোনও এক্তিয়ার রাজ্য বার কাউন্সিলের নেই। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে বিকাশ ভট্টাচার্য অনুরোধ করেছেন, এই চিঠি লেখার জন্য এখনই রাজ্য বার কাউন্সিলর চেয়ারম্যান অশোক দেবের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা করুক সুপ্রিম কোর্ট৷

বিকাশের এই পোস্ট এবং দাবি নিয়ে পাল্টা সরব হয়েছেন আইনজীবীদের একাংশ৷ তাঁদের বক্তব্য, “বাংলায় যে রাম-বাম জোট চলছে, তা এবার স্পষ্ট হয়েছে৷ বিকাশ ভট্টাচার্য তথা সিপিএমের মুখোশ খুলে গেলো৷ সিপিএম যে এ রাজ্যে বিজেপির দালালি করছে তা আরও একবার সামনে এলো৷ যে কথা বিজেপি বলছে, সে কথাই শোনা যাচ্ছে বাম সাংসদের গলায়৷”
প্রসঙ্গত, রবিবার সন্ধ্যায় হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির অপসারণ চেয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রামান্নাকে চিঠি পাঠিয়েছেন রাজ্য বার কাউন্সিলের চেয়ারম্যান আইনজীবী অশোক দেব। চিঠিতে তিনি লিখেছেন, কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দলের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে৷ একাধিক মামলায় তাঁর কিছু সিদ্ধান্ত ক্ষুন্ন করছে হাইকোর্টের মর্যাদা৷ তাই তাঁকে অপসারণের দাবি জানাচ্ছে বার কাউন্সিল। এ প্রসঙ্গে নারদ মামলা, নন্দীগ্রাম-পুণর্গণনা মামলার উল্লেখও করেছেন তিনি।

এরপরই রাজ্যের বার কাউন্সিলের এই পদক্ষেপের বিরোধিতায় নেমেছেন কংগ্রেসের সমর্থনে সিপিএম সাংসদ হওয়া বিকাশ ভট্টাচার্য। বিকাশের বক্তব্য, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে এ ধরনের কোনও চিঠি লেখার এক্তিয়ার নেই বার কাউন্সিলের চেয়ারম্যানের৷ দেশের প্রধান বিচারপতির কাছে বিকাশ ভট্টাচার্যের অনুরোধ, অশোক দেবের বিরুদ্ধে যেন সুয়ো মোটো বা স্বতঃপ্রণোদিত মামলা করা হয় সুপ্রিম কোর্টের তরফে।

Related articles

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...
Exit mobile version