Friday, November 7, 2025

জঙ্গিদের এলোপাথাড়ি গুলিতে কাশ্মীরের পুলিশকর্মীর স্ত্রীর পর মৃত্যু মেয়েরও

Date:

জম্মু বিমানবন্দরে জোড়া বিস্ফোরণের পর ফের এক পুলিশ অফিসারের বাড়িতে ঢুকে এলোপাথারি গুলি চালিয়ে জম্মু ও কাশ্মীরের পুলিশ অফিসার এবং তাঁর স্ত্রীকে গুলি করে মারে জঙ্গিরা। জঙ্গিদের গুলিতে জখম হয় ওই অফিসারের মেয়েও। তাঁকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলেও শেষরক্ষা হয়নি।  হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে প্রাণ হারান মৃত পুলিশ সুপারের মেয়েও। রবিবার রাতে জম্মু ও কাশ্মীরের অবন্তীপোরায় পুলিশ সুপারের বাড়িতে ঢুকে এই হামলা চালায় জঙ্গিরা। মৃত স্পেশ্যাল পুলিশ সুপারের (SPO)নাম ফায়াজ আহমেদ এবং তাঁর স্ত্রীর নাম রাজা বেগম।

কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছে, রবিবার রাত ১১টা নাগাদ তাঁদের বাড়িতে জঙ্গিরা ঢুকে এলোপাথারি গুলি চালাতে শুরু করে। সেই গুলিতেই আহত হন ফায়াজ এবং তাঁর পরিবারের সদস্যরা। হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় ফায়াজ এবং তাঁর স্ত্রীর। তাঁদের মেয়ে রাফিয়াকেও গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। তাকে চিকিৎসার জন্য শ্রীনগরের একটি হাসপাতালে স্থানান্তরিতও করা হয়।  কিন্তু তাতেও বাঁচানো যায়নি রাফিয়াকে। এদিকে পুলিশকর্মীর বাড়িতে ঢুকে হামলার পরপরই নিরাপত্তার ঘেরাটোপে ঘিরে ফেলা হয় গোটা এলাকা। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে নিরাপত্তারক্ষীরা।  যদিও এখনও কাউকে গ্রেফতার করা যায়নি।

কাশ্মীর পুলিশ জানিয়েছে, অবন্তিপোরার হরিপরিগ্রামে সপরিবারে থাকতেন ওই পুলিশ আধিকারিক। সেখানে জঙ্গি হামলা হওয়ার পর সঙ্গে সঙ্গে এলাকা ঘিরে ফেলে পুলিশ। জঙ্গিদের খোঁজে চলে তল্লাশি অভিযানও।

রবিবার ড্রোন হামলার পর উত্তপ্ত গোটা এলাকা। তারপর জঙ্গিদের পুলিশের বাড়িতে ঢুকে হামলার ঘটনায় চাপ বাড়াচ্ছে প্রশাসনিক মহলে।

Related articles

দুর্যোগ পরিস্থিতি পর্যালোচনা: আগামী সপ্তাহেই উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ভয়াবহ দুর্যোগ পেরিয়ে মাথা তুলে দাঁড়ানোর পর্যায়ে উত্তরবঙ্গ। রাজ্য প্রশাসন ও স্থানীয় প্রশাসনের লাগাতার পরিষেবা ও পদক্ষেপে যোগাযোগ...

তালিকায় নাম নেই! কেউ স্ত্রীর জন্য, কেউবা বিএলও-র সামনেই প্রাণ দিলেন

রাজ্যের হাজার হাজার মানুষের নাম নেই ২০০২ সালের ভোটার তালিকায়। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় আতঙ্কে কেউ আত্মঘাতী, কেউবা...

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই...

পথশ্রী প্রকল্প বেনিয়ম বরদাস্ত নয়: স্পষ্ট নির্দেশ মুখ্যসচিবের

পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তাগুলির মান বজায় রাখতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দিলেন মুখ্য সচিব মনোজ পন্থ। শুক্রবার...
Exit mobile version