Saturday, November 8, 2025

আইএসএফ নিয়ে ভিন্ন সুর কংগ্রেসের অন্দরে, জোট-বার্তা দিতে ফুরফুরায় মান্নান

Date:

জোট জটে ভিন্ন সুর কংগ্রেস শিবিরে। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী (Adhir ranjan Chowdhury) যখন আইএসএফ-এর জোটের কথা মানছেন না, স্পষ্ট জানিয়ে দিচ্ছেন কংগ্রেসের সঙ্গে কোনদিনই আব্বাস সিদ্দিকির দলের জোট হয়নি- সেখানে দাঁড়িয়ে বর্ষীয়ান কংগ্রেস নেতা আবদুল মান্নান বলছেন উল্টো কথা। কার্যত অধীরের দাবিকে নস্যাৎ করে তাঁর মতে, কংগ্রেস হাইকমান্ডের নির্দেশেই জোট হয়েছিল। এবং তিনি একমাত্র দিল্লির নির্দেশই পালন করেন। আর সেই জোট বার্তা দিতেই রবিবার ফুরফুরা শরিফের (Furfura Sharif) যান আবদুল মান্নান (Abdul Mannan)।

রবিবার ফুরফুরা শরিফে গিয়ে আইএসএফ প্রধান আব্বাস সিদ্দিকি (Abbas Siddiqui) এবং বিধায়ক নওশাদের সঙ্গে দেখা করেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা। আবদুল মান্নান। তারপর তিনি বলেন, দিল্লির নির্দেশেই জোট হয়েছিল। ভোট পরবর্তী সময়ে সেই জোট ভাঙার কথা বলেনি কেউই। সেই কারণেই জোটের একমাত্র জনপ্রতিনিধির পাশে থাকা উচিত।

ফুরফুরা শরিফে এদিন বিধায়ক নওশাদ সিদ্দিকির (Naushad Siddiqui) সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন আবদুল মান্নান। কথা বলেন আব্বাস সিদ্দিকির সঙ্গেও। বৈঠক শেষে তিনি বলেন, “প্রদেশ কংগ্রেসে আমার থেকে প্রবীণ আর কেউ নেই। আমি সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) নির্দেশে চলি। জোট ভাঙতে হলে সোনিয়া গান্ধী যেদিন আমাকে বলবেন যে আর জোটে যাওয়া হবে না, তাহলে সেদিন যাব না”। তার এই মন্তব্যের পর এই জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী যখন বারবার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (Indian Secular Front)সঙ্গে কংগ্রেসের জোট অস্বীকার করছেন, সেখানে আবদুল মান্নানের এই বক্তব্য নতুন করে জল্পনা উসকে দিয়েছে।

কিন্তু হঠাৎ ফুরফুরা শরীফের কেন? মান্নান বলেন, জোটের একমাত্র প্রার্থী আইএসএফের (Isf) নওশাদ সিদ্দিকি ভাঙড় থেকে বিধায়ক নির্বাচিত হয়েছেন। তিনি তাঁর নিজের এলাকায় যেতে পারছেন না, ঘরভাড়া পাচ্ছেন না। এই পরিস্থিতিতে তাঁর পাশে দাঁড়ানোর জন্যই তিনি ফুরফুরায় গিয়েছেন। নওশাদ সিদ্দিকির মতে, জোটের ভরাডুবি হওয়ায় অনেকেই জোটের কথা অস্বীকার করতে চাইছেন। তার মানে এই নয় যে জোট হয়নি। হারের কারণে আত্মসমালোচনা হওয়া উচিত।

Related articles

শনির সকালে পারদ পতন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরে ঘন কুয়াশার দাপট!

উইকেন্ডের ভোরের আলো ভালো করে ফোটার আগেই এক লাফে কুড়ি ডিগ্রির নিচে নেমে গেল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (Kolkata...

কাশ্মীরের কুপওয়ারা সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা, সেনার গুলিতে খতম ২ জঙ্গি 

শনিবার সকালে ভূস্বর্গে ভারতীয় সেনার (Indian Army) সাফল্য। কাশ্মীরের (Kashmir) কুপওয়াড়ায় খতম দুই জঙ্গি। দুজনেই কেরান সেক্টরের নিয়ন্ত্রণ...

KIFF: শনিবারের সিনেপার্বণে ‘অরণ্যের দিনরাত্রি’, সিনেমার গানের আড্ডায় সুমন – প্রসেনজিৎ

শহর জুড়ে কুড়িটি প্রেক্ষাগৃহে ২১৫টি ছবির আসর নিয়ে শুরু হয়েছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (31st Kolkata International...

আজ সোনার মেয়ে রিচার সংবর্ধনায় সিএবির অনুষ্ঠান, মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন টলিতারকারাও

বাঙালি ক্রিকেটার হিসেবে বিশ্ব জয় করেছেন রিচা ঘোষ (Richa Ghosh)। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা ভালোবাসায় আপ্লুত শিলিগুড়ির...
Exit mobile version