Wednesday, November 12, 2025

বয়স ৪৭ । কিন্তু কে বলবে এই চেহারা দেখে যে ৫০ এর দোরগোড়ায় পৌঁছতে চলেছেন হৃত্বিক রোশন (Hrithik Roshan) !! বলিউডে বরাবরই তিনি ফিটনেস ফ্রিক নায়ক (fitness freak hero of Bollywood) হিসেবে পরিচিত। দিন দিন বয়স বাড়ছে। কিন্তু তাঁর শরীর তা বুঝতে দেয় না কখনও। এখনো তারুণ্য ঝরে পড়ছে। যৌন আবেদন কোনও উঠতি নায়কের চেয়ে এতোটুকু কম নয়। সম্প্রতি অভিনেতা নিজের একটি ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন। মাথায় টুপি, চোখে রোদচশমা। একেবারে বেয়ার এন্ড বোল্ড বডি লুকের ছবি। তাঁর ফিটনেস ব্র্যান্ড (fitness band hrx) ‘এইচআরএক্স’-এর জন্য ক্লিক করা হয়েছিল ছবিটি। এবং তাঁর একটি ফ্যান পেজ থেকে শেয়ার করা হয় সোশ্যাল মিডিয়াতে (social media)।

 

হৃত্বিকের এ হেন লুক দেখে আমজনতা তো পাগল। কিন্তু জানেন কি মাথা ঘুরে গেছে হৃত্বিকের প্রাক্তন স্ত্রী সুজা়ন(ex wife Susan Khan) খানেরও? ‘শার্টলেস’ঋত্বিক রোশনকে ক্যামেরার পোজ দিতে দেখে নিজেকে আটকাতে পারেননি সুজা়ন। এই ছবিটি পোস্টের কয়েক ঘন্টার মধ্যে, সুজা়ন নিজের প্রাক্তন স্বামীকে ট্যাগ করে কমেন্ট করেছেন, ‘তোমাকে একুশের দেখাচ্ছে!’ সঙ্গে জুড়ে দিয়েছেন হাততালির ইমোজিও।। অভিনেতা অনিল কাপুর(Anil Kapoor)ও হৃত্বিকের শার্টলেস লুকের প্রশংসা করেছেন। লিখেছেন, ‘অবিরতভাবে নিজের মাত্রা বাড়িয়ে চলেছ’। হৃত্বিক ছবির ক্যাপশনে লেখেন ‘ভাল ক্যাচ’ আর সঙ্গে জুড়ে দেন ‘থাম্বস আপ’ ইমোজি।

যদিও এই ছবি নিয়ে বলিউডে অন্য গুঞ্জন। মাত্র কয়েকদিন আগেই ‘কৃশ ৪’ ছবি শুরুর কথা ঘোষণা করেছেন হৃত্বিক। আর তার ঠিক পরপরই হৃত্বিকের এই ছবি সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হল। ঋত্বিক অনুরাগী এবং বলিউডের চিত্র সমালোচকরা কিন্তু দুয়ে দুয়ে চার করছেন । তাদের দাবি এই লুক আগামী ছবি কৃশ ৪’ এর। যদিও এ বিষয়ে নির্মাতারা এখনও প্রকাশ্যে কিছু বলেননি।

 

Related articles

দিল্লি বিস্ফোরণে ছিন্নভিন্ন দেহ সনাক্তকরণে ট্যাটু- টি-শার্টে ভরসা!

লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণের (Delhi blast near Red fort) জেরে মৃতদের সনাক্তকরণে বাড়ছে সমস্যা (Deadbody Identification)। দেহ ছিন্নভিন্ন...

দিল্লি বিস্ফোরণে ধৃত বেড়ে ১৫, তদন্তে দশ সদস্যের NIA টিম

লালকেল্লায় কাছে বিস্ফোরণ পরিকল্পনা মাফিক নয় বরং তাড়াহুড়োর জেরেই ঘটেছে এই ঘটনা, কি খাবার কেন্দ্রীয় রিপোর্টে উঠে এলো...

তিলোত্তমার তাপমাত্রা ১৭ ডিগ্রি, বুধেই মরশুমের শীতলতম দিন মহানগরীতে!

বঙ্গবাসীর আশা পূরণ করে স্বমহিমায় ইনিংস শুরু করেছে শীত (Winter)। নভেম্বরের প্রথম সপ্তাহ শেষ হতে না হতেই পারদ...

টার্গেট ছিল দেশের প্রজাতন্ত্র দিবস! দিল্লিকাণ্ডে ধৃতকে জেরায় চাঞ্চল্যকর তথ্য 

দিল্লির লালকেল্লার (Red fort Delhi) সামনে বিস্ফোরণের ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে। আগামী প্রজাতন্ত্র দিবসের (Indian...
Exit mobile version