Sunday, August 24, 2025

রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে বিজেপির (Bjp) বৈঠকের আগে ফের সরব হলেন। রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে (Dilip Ghosh) পাল্টা ধুয়ে দিয়েছেন তৃণমূলের (Tmc) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। ভোট-পরবর্তী হিংসা, রাজ্যপালের উত্তরবঙ্গ সফর এবং তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ- এ নিয়ে মঙ্গলবার বিজেপির বৈঠকের আগে দিলীপ ঘোষকে প্রশ্ন করেন সাংবাদিকরা। তার উত্তরে বিজেপি রাজ্য সভাপতি বলেন, এই ঘটনায় বাংলার সংস্কৃতি ভূলুণ্ঠিত হচ্ছে। এইভাবে একজন রাজ্যপালের ভূমিকাকে সমালোচনা করা যায় না বলে মন্তব্য করেন দিলীপ ঘোষ। রাজ্যে ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলে প্রশাসনের ভূমিকা কড়া সমালোচনা করেন বিজেপির রাজ্য সভাপতি। তার এই মন্তব্যকে তীব্র কটাক্ষ করেন কুণাল ঘোষ। তিনি বলেন, বাংলায় হার মেনে নিতে না পেরে এখন বিভিন্নভাবে রাজ্যের শাসকদল এবং প্রশাসনকে উত্ত্যক্ত করার চেষ্টা করছে বিজেপি। তাদের দলের অন্দরেই ভাঙন দেখা দিয়েছে। কিন্তু সেই সব স্বীকার না করে দিলীপ ঘোষরা এখন বিভিন্ন ধুঁয়ো তুলে রাজ্যের শান্তি বিঘ্নিত করতে চাইছেন।

 

রাজ্যপালের ভূমিকা নিয়েও সমালোচনা করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। তিনি বলেন, বিজেপি নেতার মতো আচরণ করছেন জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। বিভিন্ন বিষয় নিয়ে শান্ত পরিবেশকে অশান্ত করতে চাইছেন তিনি। রাজ্যপালে উত্তরবঙ্গ সফরে গিয়ে বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক এবং বিচ্ছিন্নতাবাদী দলের সঙ্গে বৈঠকের অভিযোগ নিয়েও সরব হন কুণাল। তীব্র আক্রমণাত্মক ভঙ্গিতে তিনি বলেন, রাজ্যের মানুষ যে বিজেপিকে প্রত্যাখ্যান করেছে সেটা আর কীভাবে বললে বুঝবে গেরুয়া শিবির।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version