Sunday, November 9, 2025

সেঞ্চুরির পথে পেট্রোল, পাল্লা দিয়ে বাড়ছে ডিজেলের দাম

Date:

৯০ পেরিয়েছে আগেই। এবার ক্রমশ সেঞ্চুরির দিকে এগোচ্ছে পেট্রোলের দাম! পাল্লা দিয়ে বাড়ছে ডিজেলের দামও। ভোট পরবর্তীকালে জ্বালানির দামবৃদ্ধি রুটিনে পরিণত হয়েছে। আজ কলকাতায় লিটার প্রতি ৩৪ পয়সা বেড়ে পেট্রোলের দাম হয়েছে ৯৮ টাকা ৬৪ পয়সা। ডিজেলের দাম বেড়েছে লিটারে ২৮ পয়সা। মঙ্গলবার লিটার প্রতি ডিজেলের দাম বেড়ে ৯২ টাকা ৩ পয়সা হয়েছে। পেট্রোলের ক্রমাগত মূল্যবৃদ্ধিতে মাথায় হাত মধ্যবিত্তদের।

মাঝে একদিনের বিরতি। রবিবারের পর ফের মঙ্গলবার দাম বাড়ল জ্বালানির। কলকাতা ছাড়াও দেশের অন্য মেট্রো সিটিতে পেট্রোলের দাম লিটার পিছু ৩১ পয়সা থেকে ৩৫ পয়সা পর্যন্ত বেড়েছে। পাশাপাশি ডিজেলের দাম বেড়েছে লিটারে ২৬ থেকে ৩০ পয়সা। মে মাসে থেকে জুন মাস পর্যন্ত এইনিয়ে জ্বালানির দাম ৩২ বার বৃদ্ধি পেল। দিল্লিতে পেট্রোলের দাম বেড়ে লিটারে ৯৯ টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছে। ডিজেলের দাম লিটারে ৮৯ টাকা ছাড়িয়েছে। দিল্লিতে পেট্রোলের দাম প্রতি লিটারে বেড়ে হয়েছে ৯৮.৮১ টাকা। ডিজেলের দাম প্রতি লিটারে বেড়ে হয়েছে ৮৯.১৮ টাকা।

মুম্বইতে পেট্রোলের দাম লিটারে ৩৪ পয়সা বেড়ে হয়েছে ১০৪.৯০ টাকা।  গত মাসেই দেশের বাণিজ্যনগরীতে পেট্রোলের দাম সেঞ্চুরি ছাড়িয়েছিল। মুম্বইতে এদিন ডিজেলের দাম প্রতি লিটারে বেড়ে হয়েছে ৯৬.৭২ টাকা। চেন্নাইতেও পেট্রোল ও ডিজেলের দাম লিটার প্রতি যথাক্রমে ৩১ ও ২৬ পয়সা বেড়েছে। চেন্নাইতে পেট্রোলের নতুন দাম হয়েছে প্রতি লিটারে হয়েছে ৯৯.৮০ টাকা। ডিজেলের দাম বেড়ে প্রতি লিটারে হয়েছে ৯৩.৭২ টাকা।

করোনা আবহে বহু মানুষ কাজ হারিয়েছেন। তার ওপর পেট্রোল-ডিজেলের এইভাবে দাম বেড়ে চলায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে। এই পরিস্থিতিতে কেন্দ্রের বিরুদ্ধে সরব বিরোধীরা।

অর্থনীতিবিদদের একাংশের যুক্তি, একটা স্তরে সরকারের উচিত দাম নিয়ন্ত্রণ করা। তাঁদের মতে, এটা জরুরি পণ্য। এর সঙ্গে বাজারের অন্য পণ্যের দামের ওঠানামা যুক্ত। এর দায় এড়াতে পারে না সরকার। একটা স্তরে দাম নিয়ন্ত্রণ করা উচিত।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version