Saturday, August 23, 2025

উত্তরবঙ্গে তুমুল বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ে নামতে পারে ধস, জারি সতর্কতা

Date:

রাজ্যে মৌসুমী বায়ু প্রবেশ করতেই ঝোড়ো ব্যাটিং করছে বর্ষা। দক্ষিণবঙ্গে একাধিক জেলায় লাগাতার বৃষ্টিতে জেরবার হয়ে পড়েছিল সাধারণ মানুষ। এবার প্রবল বৃষ্টিতে ভাসবে উত্তরবঙ্গও। আগামীকাল থেকেই উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সপ্তাহভর বৃষ্টি সতর্কতা জারি করা হয়েছে পাহাড়ে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরঙ্গে বেশ কিছুদিন একটানা এই বৃষ্টি চলবে। প্রবল বৃষ্টিপাতের কারণে ধসও নামতে পারে বলে আগেভাগেই সতর্ক করেছে আবহাওয়া দফতর। পাশাপাশি নীচু এলাকাগুলি ভাসতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। এরমধ্যে কোচবিহার এবং আলিপুরদুয়ারে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হলে পারে বলে আবহাওয়া দফতর সূত্রের খবর। ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিম্পংয়ের বিস্তির্ণ এলাকায়। অতি ভারী বৃষ্টি থেকে রেহাই পাবে না মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরও।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রাজস্থান থেকে বিহার, উত্তরবঙ্গ হয়ে পশ্চিম অসম পর্যন্ত বিস্তীর্ণ এলাকাজুড়ে নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। এর প্রভাবে উত্তরবঙ্গের একাধিক জেলায় নীচু এলাকা প্লাবিত ও পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে। বাড়বে নদীর জলস্তরও।
অন্যদিকে, দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ থাকবে।গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের দু’-একটি জেলায় বৃষ্টির পরিমাণ আগামীকাল থেকে বাড়ার সম্ভাবনা রয়েছে।

ও। আগামীকাল থেকেই উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সপ্তাহভর বৃষ্টি সতর্কতা জারি করা হয়েছে পাহাড়ে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরঙ্গে বেশ কিছুদিন একটানা এই বৃষ্টি চলবে। প্রবল বৃষ্টিপাতের কারণে ধসও নামতে পারে বলে আগেভাগেই সতর্ক করেছে আবহাওয়া দফতর। পাশাপাশি নীচু এলাকাগুলি ভাসতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। এরমধ্যে কোচবিহার এবং আলিপুরদুয়ারে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হলে পারে বলে আবহাওয়া দফতর সূত্রের খবর। ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিম্পংয়ের বিস্তির্ণ এলাকায়। অতি ভারী বৃষ্টি থেকে রেহাই পাবে না মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরও।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রাজস্থান থেকে বিহার, উত্তরবঙ্গ হয়ে পশ্চিম অসম পর্যন্ত বিস্তীর্ণ এলাকাজুড়ে নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। এর প্রভাবে উত্তরবঙ্গের একাধিক জেলায় নীচু এলাকা প্লাবিত ও পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে। বাড়বে নদীর জলস্তরও।
অন্যদিকে, দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ থাকবে।গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের দু’-একটি জেলায় বৃষ্টির পরিমাণ আগামীকাল থেকে বাড়ার সম্ভাবনা রয়েছে।

Related articles

ট্রাম্পের ছায়াসঙ্গী একসঙ্গে ভারত-পাকিস্তান-বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত! নেপথ্য উদ্দেশ্য নিয়ে জল্পনা

নিজের ছায়াসঙ্গীকেই ভারতে রাষ্ট্রদূত করে পাঠালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তাঁর এই সিদ্ধান্তের নেপথ্যে কী উদ্দেশ্য...

WB NEET UG 2025-এ ভর্তির সংশোধিত সময়সূচি ঘোষণা, জেনে নিন কবে কাদের ভর্তি

ওয়েস্ট বেঙ্গল নিট ইউজি(WB NEER UG) ২০২৫-এর ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে শীঘ্রই। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য শিক্ষা (WB Health and...

ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে দেশে, এসআইআর নিয়ে তোপ অমর্ত্য সেনের

এসআইআর-র(SIR) নামে ভোটাধিকার কেড়ে নেওয়া যায় না। এই এসআইআর কিছুটা ভালো করার অজুহাতে বড় রকমের ক্ষতি করার চক্রান্ত।...

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...
Exit mobile version