Sunday, November 9, 2025

দীর্ঘদিন বন্ধ থাকা ডুয়ার্সের মানাবাড়ি, বাগরাকোট চাবাগানগুলি ( tea garden) খোলা হবে বলে আশ্বাস দিলেন রাজ্যের শ্রমমন্ত্রী বেচারাম মান্না (becharam manna)। চা-বাগান গুলি দীর্ঘদিন বন্ধ থাকার ফলে চরম অস্বস্তিতে শ্রমিকেরা। এইসব বন্ধ চাবাগান শীঘ্রই খুলে যাবে। এভাবেই কিলকট ও নাগেশ্বরী সহ অন্যান্য বন্ধ চাবাগান সব জটিলতা কাটিয়ে সচল হয়ে উঠবে। উত্তরবঙ্গের সমস্ত চা বাগানে একই পরিবেশ বিরাজ করবে। মঙ্গলবার এক বৃষ্টি মুখর দিনে ডুয়ার্সের মাল ব্লকের মানাবাড়ি চাবাগানে এসে এমন কথাই জানালেন রাজ্যের শ্রম মন্ত্রী বেচারাম মান্না। মঙ্গলবার বেলা ১২ নাগাদ প্রবল বৃষ্টি উপেক্ষা করে মানাবাড়ি চাবাগানে আসেন। এদিন তার সঙ্গে ছিলেন অনগ্রসর উন্নয়ন ও আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী বুলু চিকবরাইক, তৃনমুল কংগ্রেস শ্রমিক নেতা তথা প্রাক্তন সাংসদ ঋতব্রত বন্দোপাধ্যায়, জেলা পরিষদের সহ সভাপতি দুলাল দেবনাথ সহ শ্রম দপ্তরের আধিকারিকেরা। এদিন মানাবাড়ি চাবাগানে দুই মন্ত্রী ও অন্যান্যদের আদিবাসী রীতি রেওয়াজ অনুযায়ী বরন করেন চাবাগানের শ্রমিকরা। মাথায় পড়ানো হয় পাগড়ি। এরপর মন্ত্রী শ্রী মান্না চাবাগানের শ্রমিক দের সাথে কথা বলেন। তাদের সমস্যার কথা শোনেন।

পরে সাংবাদিকদের সাথে কথা প্রসঙ্গে বলেন, “এই মানাবাড়ি চাবাগানে পাঁচ বছর অচলাবস্থা চলছিল। গত ডিসেম্বর মাসে এই চাবাগান নতুন মালিকানার অধীনে খোলা হয়েছে। এখন এই চাবাগানের অবস্থা আপনারা নিজেই দেখতে পাচ্ছেন। শ্রমিকদের মুখে হাসি ফুটেছে। বাগান খোলার পর শ্রমিকরা কেমন আছে তা সরজমিনে দেখতে এসেছি। একই ভাবে আগামী ২ জুলাই থেকে বাগরাকোট চাবাগান খুলে যাবে। তারপর আইনের জটিলতা কাটিয়ে কিলকোট, নাগেশ্বরী সহ অন্যান্য চাবাগান গুলি খোলা হবে। সমস্ত চাবাগানে একই পরিবেশ বিরাজ করবে এবং শ্রমিকদের মুখে হাসি ফুটবে বলে তিনি মন্তব্য করেন।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version