Thursday, November 13, 2025

প্রসঙ্গ শিক্ষক নিয়োগ: মামলায় ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট, উষ্মা প্রকাশ মমতার

Date:

নির্বাচনের আগেই মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) জানিয়েছিলেন ক্ষমতায় আসার পর রাজ্যে শিক্ষক নিয়োগ হবে। সেইমতো প্রাথমিক (Primary) ও উচ্চ প্রাথমিকে (Upper Primary) নিয়োগের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। কিন্তু ফের মামলার জালে জড়িয়ে গেল নিয়োগ প্রক্রিয়া। উচ্চ প্রাথমিকে প্রায় সাড়ে ১৪ হাজার শূন্যপদে নিয়োগে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছে কলকাতা হাইকোর্ট (Kolkata High Court)। আর এপ্রসঙ্গে বুধবার, নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠকে উষ্মা প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, “হাইকোর্টের ওপর আস্থা আছে। কোর্টের নির্দেশ সম্পর্কে কিছু বলব না। কিন্তু যখনই নিয়োগ হচ্ছে, তখনই কোর্টে মামলা করে দিচ্ছে। ৩-৪ বছর ধরে এটা চলছে। যারা করছে, তারা অন্যায় করছে। যারা মামলা করছে তারা কি সমাজের বন্ধু? এত ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে খেলা উচিত নয়”।

 

ইতিমধ্যেই ২১ জুন উচ্চ প্রাথমিকে ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করেছিল রাজ্য। ওই দিনই উচ্চ প্রাথমিকে নিয়োগের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। পুজোর আগেই উচ্চ প্রাথমিক ও প্রাথমিক মিলিয়ে মোট সাড়ে ২৪ হাজার শিক্ষক নিয়োগ করা হবে বলে জানান মমতা। কিন্তু নিয়ম মেনে তালিকা প্রকাশ হয়নি বলে অভিযোগ করে মামলা দায়ের করেন কয়েকজন চাকরিপ্রার্থী। তালিকা তৈরিতে স্বজনপোষণের অভিযোগ তোলেন তাঁরা। শুধু তাই নয়, কম নম্বর পেয়েও তালিকায় জায়গা দেওয়া হয়েছে বলে অভিযোগ তাঁদের। সেই মামলার শুনানিতে উচ্চ প্রাথমিকে নিয়োগে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছে হাইকোর্ট। এখন কবে মামলা নিষ্পত্তি হয়ে নিয়োগ হয় সেদিকেই তাকিয়ে চাকরি প্রার্থীরা।

 

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version